‘ঘরে ১৭ বছরের মেয়ে, আমাকে নিয়ে এত নোংরামি করবেন না’, শ্রীলেখা

বাংলা চলচ্চিত্র জগতের এক জনপ্রিয় পরিচিত মুখ হল শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। সাম্প্রতিক সময়ে যাকে অভিনয় জগতের তুলনায় সোশ্যাল মিডিয়াতে বেশি পরিলক্ষিত হতে দেখা যায়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নানারকম মজার কথা বলে থাকেন শ্রীলেখা। আবার কখনো শাসকদলকে খোঁচা মেরে বিভিন্ন মন্তব্য করে থাকেন। তবে তাঁকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় কমচর্চা হয় না। সম্প্রতি সেই বিষয়েই তিনি এক সাক্ষাৎকারে অনুরোধ করেছেন তাঁকে নিয়ে যেন কোনো খারাপ কথা বলা না হয়।

অভিনেত্রী শ্রীলেখা মিত্রের প্রযোজনা ও পরিচালনায় তৈরি হয়েছে ‘এবং ছাদ’। যে ছবিতে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে বাড়ির গৃহবধূ চরিত্রে দেখা যাবে। তিনি এই ছবিটি তৈরি করেছেন কলকাতার একটি ছাদকে নিয়ে। তবে এই ছবি বাংলার কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করতে পারেনি। এই ছবি জায়গা করেছে ঢাকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আর সেখানে গিয়েই তিনি তাঁকে নিয়ে কুরুচিকর মন্তব্য না করার আপত্তি জানান সকলকে।

এদিন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেখানে উপস্থিত ছিলেন শ্রীলেখা মিত্র। ঢাকার ২১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ছিল আর সেখানেই অভিনেত্রী শ্রীলেখা মিত্রের তৈরি ‘এবং ছাদ’ ছবির প্রদর্শনী ছিল। আর সেই কারণেই সেখানে উপস্থিত হয়েছিলেন শ্রীলেখা মিত্র। এই অনুষ্ঠানেই সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, “এই দেশের কিছু ভুয়ো নিউজ পোর্টাল আমাকে নিয়ে চটকদার নানা শিরোনাম করে। দয়া করে আপনারা এই ধরনের খবর করবেন না। আমার ১৭ বছরের একটা মেয়ে আছে। আপনারা আমাকে নিয়ে আর আপত্তিকর শিরোনামে খবর করবেন না আশা করি। বাংলাদেশ আমার বাবার দেশ, আমি চাই না কেউ এই দেশ নিয়ে খারাপ কথা বলুক।”

তবে অন্যদিকে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবি স্থান দখল করতে না পারায় বারংবার ক্ষোভব প্রকাশ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি তাঁর এই ছবি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনী না হওয়ায় তাঁকে নিয়ে ট্রোল করেছেন নেটজনতা।

তিনি ফেসবুক মাধ্যমে লিখেছিলেন, নন্দনে দেখায়নি তাঁর ‘এবং ছাদ’ ছবি। তবে বাংলাদেশ তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছেশ এমনকি তিনি এও জানিয়েছেন যে, শুধু তাঁর ছবি দেখানো নয়, তাঁকে নিয়ে রীতিমতো ট্রোলও করা হয়েছে। তবে বাংলাদেশ তাঁকে সুযোগ দিয়েছে। এই অনুভূতি প্রকাশ করে তাই বাংলাদেশকে তিনি ধন্যবাদ জানিয়েছে।