TikTok বন্ধের পর দুই সাংসদকে খোঁচা শ্রীলেখা মিত্রের

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর স্বজনপোষণ নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড। আর এই স্বজনপোষণ নিয়ে টলিউডকে সরগরম করে তোলেন শ্রীলেখা মিত্র। স্বজনপোষণ প্রশ্নে টলিউডের একের পর এক পরিচালক থেকে অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় তাকে। আর এবার কেন্দ্র সরকারের তরফ থেকে TikTok সহ ৫৯ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার পর নতুন করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন শ্রীলেখা মিত্র। আর এবার নাম না করেই তার পোস্টের কেন্দ্রবিন্দু টলিউডের দুই অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তী।

গত ১৫ই জুন লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চিন সেনাদের বিবাদের পর দেশজুড়ে চীনা পণ্য বয়কটের ডাক ওঠে। এরপর গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফ থেকে ভারতে বিপুল জনপ্রিয় টিকটক সহ ৫৯ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপর মঙ্গলবার শ্রীলেখা মিত্রকে তার ফেসবুক প্রোফাইলে তৃণমূল সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীর প্রসঙ্গ নিয়ে একটি স্ক্রিনশট তুলে ধরতে দেখা যায়। তিনি যে স্ক্রিনশটটি তুলে ধরেছেন সেটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল। যাতে লেখা রয়েছে, “টিকটক বন্ধ!! যাদবপুর বা বসিরহাটের মানুষ তাদের সাংসদদের তাহলে কোথায় দেখতে পাবেন?”

আর এই স্ক্রিনশট তুলে ধরার পাশাপাশি শ্রীলেখা মিত্র লিখেছেন, “আহারে শুনে আমার চোখে জল চলে এলো…..”। তবে এই পোস্টে কোথাও মিমি চক্রবর্তী অথবা নুসরাত জাহানের নাম উল্লেখ নেই। কিন্তু সকলেরই জানা বর্তমানে যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী এবং বসিরহাটের সাংসদ নুসরাত জাহান।

আর এই দুই সাংসদের টিকটক ভিডিও নিয়ে এর আগেও বারংবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়েছে। বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বারংবার এই টিকটক ভিডিও নিয়ে সমালোচনা করা হয়েছে। এমনকি কয়েক মাস আগে সিপিআইএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকেও নুসরাত জাহানের একটি টিকটক ভিডিও নিয়ে বিদ্রুপ করতে দেখা গিয়েছিল। তবে এদিন শ্রীলেখা মিত্রের এমন স্ক্রিনশট তুলে ধরা নিয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি যাদের বিপক্ষে এই স্ক্রিনশট তাদের কাউকেই।