মাধ্যমিক পাশ হলেই SSB কনস্টেবল পদে যোগ দেওয়ার সুযোগ

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ন্যূনতম মাধ্যমিক পাশ হলেই SSB অর্থাৎ সশস্ত্র সীমা বল-এর কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে। সম্প্রতি এই সকল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে এইসকল পদে আবেদনের শেষ সময়সীমা হল ২০ ডিসেম্বর ২০২০। অন্যদিকে যারা দুর্গম এলাকায় বসবাসকারী তারা এই সকল পদে আবেদনের জন্য ডিসেম্বর মাসের ২৭ তারিখ পর্যন্ত সময় পাবেন।

Advertisements

শূন্য পদ : কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন এই SSB বাহিনী মূলত নেপাল ও ভুটানের সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকে। এই বাহিনীতে বিভিন্ন বিভাগে নিয়োগ এর জন্য শূন্য পদ রয়েছে ১৫২২টি। যাদের মধ্যে কিছু শূন্যপদ কেবলমাত্র মহিলাদের জন্য এবং বাকি মহিলা পুরুষ উভয়ের জন্য।

Advertisements

শিক্ষাগত যোগ্যতা : SSB কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাস অথবা সমতুল্য কোন পরীক্ষায় উত্তীর্ণ। তবে অন্যান্য পদের জন্য শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আলাদা আলাদা ভাগ রয়েছে।

Advertisements

বয়সসীমা : বেশিরভাগ ক্ষেত্রে পদের জন্য বয়স সীমা রয়েছে ১৮ থেকে ২৫ বছর। কিছু ক্ষেত্রে নিয়োগের জন্য ঊর্ধ্ব বয়সসীমা ২৩ বছর।

বেতন : বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদে বেতন রয়েছে বিভিন্ন ধরনের। সর্বনিম্ন বেতন হল ২১,৭০০ টাকা আর সর্বোচ্চ বেতনের কথা বলা হয়েছে ৬৯,১০০ টাকা।

শূন্য পদ, বিভিন্ন পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা এবং বিভিন্ন পদে বেতন এর বিস্তারিত বিবরণের জন্য www.ssbrectt.gov.in দেখতে পারেন। পাশাপাশি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

বাছাইপর্ব : শারীরিক পরীক্ষা, শারীরিক মাপজোক, নথি যাচাই, লিখিত পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

Advertisements