TET Certificate: TET পাশ করলেই চিন্তা শেষ! চাকরিপ্রার্থীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল SSC

Prosun Kanti Das

Published on:

Advertisements

SSC made a big decision about the certificate of the TET exam: এবার উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়ে ভাবল এসএসসি। তাদের ভবিষ্যৎ নিয়ে দারুন সিদ্ধান্ত নিল SSC। যা সাম্প্রতিক বিজ্ঞপ্তি মাধ্যমে সকল উত্তীর্ণ উচ্চ প্রাথমিক টেট চাকরিপ্রার্থীদের জানানো হয়েছে। কি সিদ্ধান্ত (TET Certificate) নিল স্কুল সার্ভিস কমিশন? তাতে টিচার এলিজিবিটি টেস্ট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরই বা কি সুবিধা?

Advertisements

গত ১৮ই জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। যেখানে জানানো হয়েছে, সকল উচ্চ প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দেওয়া হবে পরীক্ষার আজীবন বৈধ সার্টিফিকেট (TET Certificate)। অর্থাৎ এই কোর্সে পরীক্ষা দেওয়া চাকরিপ্রার্থীরা যে পাশ করেছেন তার প্রমাণস্বরূপ তাদের লাইফটাইমের জন্য এই সার্টিফিকেট দেওয়া হবে এসএসসি তরফে। কারা আবেদন করতে পারবেন? কিভাবেই বা পাওয়া যাবে সার্টিফিকেট?

Advertisements

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, পূর্বে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের দ্বারা এই টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সার্টিফিকেটের বৈধতা করা হয়েছিল ৭ বছর। তবে পূর্ব বছরে সেই নিয়ম পরিবর্তন করে তা লাইফটাইম বৈধতা দেয় NCTE। এবার সেই নিয়ম অনুসারেই স্কুল সার্ভিস কমিশন উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সেই সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করল। মূলত ২০১১-এর শংসাপত্রের জন্য আবেদনের আর্জি জানিয়েছে এসএসসি। যার জন্য ৩১শে জুলাই পর্যন্ত সপ্তাহের কাজের দিনগুলিতে দুপুর ২টো পর্যন্ত এই আবেদন জমা করতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা।

Advertisements

আরও পড়ুন ? TET Result Out Date: আর কতদিন? কবে প্রকাশিত হবে টেটের রেজাল্ট? অবশেষে জানালো পর্ষদ

তবে ৩১শে জুলাইয়ের মধ্যে এই পুর্নবিবেচিত বৈধ শংসাপত্র বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে প্রদান করা হবে প্রার্থীদের। মূলত এসএসসির বিভিন্ন আঞ্চলিক অফিস থেকেই এই লাইফ টাইম শংসাপত্র প্রদান করা হবে। তবে কোন তারিখে কোন অঞ্চলের চাকরিপ্রার্থীরা এই শংসাপত্র পাবে তার জন্য একটি সময়সূচির তালিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে যে, এই আজীবন বৈধ শংসাপত্র দেওয়া হবে কলকাতার সল্টলেকের আচার্য সদন থেকে। পাশাপাশি এই শংসাপত্র মিলবে মালদায় উত্তরাঞ্চলীয়, বাঁকুড়ায় পশ্চিমাঞ্চলীয়, বর্ধমানে পূর্বাঞ্চলীয় ও বারাসাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দফতর থেকে। কবে কোন অঞ্চলের প্রার্থীরা সার্টিফিকেট (TET Certificate) গ্রহণ করতে পারবেন দেখে নিন তালিকা…..

১৯-২১ জুন, ২০২৪:- সমস্ত এলাকার প্রার্থী
২৪-২৮ জুন, ২০২৪:- উত্তর ও পূর্ব অংশের প্রার্থী
১-৫ জুলাই, ২০২৪:- পশ্চিম ও দক্ষিণ অংশের প্রার্থী
৮-১২ জুলাই, ২০২৪:- উত্তর ও দক্ষিণ-পূর্ব অংশের প্রার্থী
১৫-১৯ জুলাই, ২০২৪:- পূর্ব ও পশ্চিম অংশের প্রার্থী
২২-২৬ জুলাই, ২০২৪:- দক্ষিণ পূর্ব ও দক্ষিণ অংশের প্রার্থী
২৯-৩১ জুলাই, ২০২৪:- সমস্ত এলাকার প্রার্থী

Advertisements