উচ্চ প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নম্বর সহ প্রকাশ হবে তালিকা, রইলো দিনক্ষণ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উচ্চ প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা করলো স্কুল সার্ভিস কমিশন। যেসকল চাকরিপ্রার্থীরা উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য অনলাইনে নথি জমা করেছিলেন তাদের নম্বর সহ তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। নম্বর সহ এই তালিকা কখন থেকে অনলাইনে দেখা যাবে তাও ঘোষণা করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে।

Advertisements

Advertisements

কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নম্বর সহ চাকরি প্রার্থীদের তালিকা দেখা যাবে স্কুল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই এই তালিকা সামনে চলে আসবে। অর্থাৎ কমিশনের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে আপার প্রাইমারি অর্থাৎ উচ্চ প্রাথমিকে আবেদনকারীরা তাদের তালিকা দেখতে পাবেন নম্বর সহ।

Advertisements

প্রসঙ্গত, এর আগে গত জুন মাসের ২১ তারিখ স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে তালিকা প্রকাশ হওয়ার পর সেই তালিকায় অসঙ্গতি রয়েছে এমন অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করে।

জুলাই মাসের ২ তারিখ পরবর্তী শুনানিতে আদালত নির্দেশ দেয় আগামী সাত দিনের মধ্যে কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউ লিস্টে যেসব প্রার্থীর নাম রয়েছে তাঁদের সঙ্গে ভেরিফিকেশনে অংশগ্রহণকারী প্রত্যেকের ব্রেকআপ স্কোর প্রকাশ করতে হবে। পাশাপাশি আদালত নির্দেশ দেয় যাদের নথি আপলোডের কারণে প্রক্রিয়া বাতিল হয়েছে তাদেরও বিস্তারিত বিবরণ জানাতে হবে। এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই পুনরায় তালিকা প্রকাশ করার ঘোষণা করেছে কমিশন এবং চাকরিপ্রার্থীরা এই তালিকা প্রকাশের পর আদালত কি নির্দেশ দেয় তার দিকে তাকিয়ে রয়েছেন।

Advertisements