WB Municipality Recruitment: মাধ্যমিক পাশে রাজ্যে মিউনিসিপ্যালিটিতে HHW কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

WB Municipality Recruitment: জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে দরকার একটি ভালো জায়গায় চাকরি। সরকারি চাকরির স্বপ্ন তো অনেকেই দেখে কিন্তু পূরণ হয় কজনের? দীর্ঘ বছর অপেক্ষা করে থাকে বহু ছেলেমেয়ে সরকারি চাকরি পাবার জন্য, কিন্তু বহু ছেলেমেয়েরই সেই স্বপ্নপূরণ হয় না। যোগ্যতা থাকলেও নিয়োগের অভাবে সময় পেরিয়ে যায় বহু প্রার্থীর। রাজ্যের সরকারি চাকরির পরিস্থিতি বর্তমানে খুবই স্পর্শকাতর। লক্ষ লক্ষ যুবক যুবতী অপেক্ষা করছে উপযুক্ত চাকরির জন্য, কিন্তু সেভাবে কোনো পদেই নিয়োগ হচ্ছে না। তবে চিন্তার কারন নেই, একটি দুর্দান্ত সুখবর রয়েছে রাজ্যের যুবক যুবতীদের জন্য। আজকের এই প্রতিবেদনটি যদি পড়েন তাহলে দুর্দান্ত চাকরির সুযোগের সন্ধান পেয়ে যাবেন, যা বদলে দিতে পারে আপনার ভাগ্য।

Advertisements

নিশ্চয়ই এতক্ষণে জানতে ইচ্ছা করছে কোথায় নিয়োগ হচ্ছে? কোন পদে নিয়োগ হচ্ছে এবং বেতন কত? শিক্ষাগত যোগ্যতাই বা কি লাগবে? যাবতীয় সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই প্রতিবেদনে। রাজ্যে মিউনিসিপ্যালিটিতে (WB Municipality Recruitment) রয়েছে কাজের সুযোগ। এই সংস্থার পক্ষ থেকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে নিয়োগের জন্য। হাতছাড়া করবেন না এই দুর্দান্ত সুযোগ। পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যালিটিতে তথা পৌরসভায় কর্মী নিয়োগ (WB Municipality Recruitment) এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একেবারে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। মূলত স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে এই নিয়োগের মধ্য দিয়ে।

Advertisements
নিয়োগকারী সংস্থা:

পশ্চিমবঙ্গে জেলা লেভেলে মিউনিসিপ্যালিটিতে (WB Municipality Recruitment) তথা পৌরসভায় এই কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Advertisements
কোন পদের নিয়োগ হবে?

মূলত HHW তথা Honorary Health Worker পদে নিযুক্ত করা হবে কর্মীদের।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

আরও পড়ুন: শীঘ্রই নিয়োগ শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের সমবায় ব্যাংকে ক্লার্ক পদে, কিভাবে করবেন আবেদন?

বয়সসীমা

৩০-৪০ বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য। SC/ST/OBC প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ২২-৪০ বছর।

মাসিক বেতন:

নিযুক্ত কর্মীদের মাসে ৪৫০০ টাকা করে বেতন প্রদান করা হবে।

  • নিম্নে দেওয়া লিংক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
  • নিজের যাবতীয় তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল ইত্যাদি দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করুন।
  • ফর্মের মধ্যে নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন এবং একটি সিগনেচার করুন।
  • যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে যুক্ত করে সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
আবেদনের সময়সীমা

আগামী ৭/২/২০২৫ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

Advertisements