DVC Recruitment: কর্মী নিয়োগ দামোদর ভ্যালি কর্পোরেশনে, যোগ্যতা কি লাগবে? আবেদন পদ্ধতি কি?

Prosun Kanti Das

Published on:

Advertisements

DVC Recruitment: রাজ্য সরকারের চাকরি খুঁজছেন? কিন্তু ঠিকঠাক মনের মত পাচ্ছেন না? সম্প্রতি রাজ্যের বেশ কিছু জায়গায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দামোদর ভ্যালি কর্পোরেশন। চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ। অনলাইনে করা যাবে আবেদন। বেতন কত দেওয়া হবে? কতদিনের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থী? আবেদনের শেষ তারিখ কবে? আগ্রহ থাকলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। না হলেই হবে বড় মিস।

Advertisements
নিয়োগ স্থান

বিজ্ঞপ্তি অনুযায়ী পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোল, ধানবাদ ও আদ্রায় ডিভিসির একটি পদে কর্মী নিয়োগ করা হবে।

Advertisements
পদের নাম

ডিভিসি তরফে জানানো হয়েছে রেল কন্ট্রোলার বিভাগের অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট পদে নিয়োগ করা হবে কর্মী (DVC Recruitment)।

Advertisements
শূন্য পদ

অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট পদে মোট ৪জন প্রার্থীকে নিযুক্ত করার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিভিসি।

যোগ্যতা

মূলত অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যই এই বিজ্ঞপ্তি ডিভিসির (DVC Recruitment)। সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নির্দেশ অনুযায়ী প্রার্থীর ডেপুটি কন্ট্রোলার বা রেল কন্ট্রোলার অথবা চিফ কন্ট্রোলার পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবেই আবেদন গ্রহণযোগ্য হবে।

মাসিক বেতন

প্রার্থী নিয়োগের পর বেসিক অনুযায়ী বেতন দেওয়া হবে বলে জানিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন।

চুক্তির মেয়াদ

উপরে উল্লেখিত পদে ১ বছরের জন্য প্রার্থী নিযুক্ত করা হবে। তবে কাজের দক্ষতা অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে বিজ্ঞপ্তি মারফতে।

আরও পড়ুন: কাজের সুযোগ মুর্শিদাবাদ জেলায়, কোন পদে নিয়োগ? আবেদনের শেষ তারিখ কবে?

বয়সসীমা

রেল কন্ট্রোল বিভাগের অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট পদে (DVC Recruitment) আবেদন করতে গেলে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬৫ বছরের মধ্যে। তার বেশি হলে আবেদন অস্বীকার করা হবে।

আবেদন পদ্ধতি

ডিভিসির নির্দিষ্ট পদে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রার্থীরা। এর জন্য ডিভিসির ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে কেরিয়ার অপশন ওপেন করতে হবে। তারপর সেই অপশনে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে ফর্ম ফিলাপ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তির নির্দেশ অনুযায়ী ২০২৫এর ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ থেকে শুরু ডিভিসির অ্যাসোসিয়েট কনসাল্ট্যান্ট পদে আবেদন। যা ২০২৫ সালের ৫ই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।

দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC Recruitment) সংশ্লিষ্ট চাকরির বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে হলে অনুসরণ করুন ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইট।

Advertisements