BECIL Recruitment: কন্টেন্ট লিখতে পারলেই মিলবে ৫৫০০০ টাকা! যোগ্যদের চাকরি দিচ্ছে কেন্দ্রীয় সংস্থা বেসিল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Staff Recruitment will be started for various vacancies including Content Writer in BECIL: বর্তমানে চাকরির পরিস্থিতি খুবই ভয়াবহ, তারই মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যোগ্য চাকরিপ্রার্থীরা। কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ বেসিল -এর (BECIL Recruitment) পক্ষ থেকে খুব শীঘ্রই শুরু হবে বিভিন্ন পদে কর্মী নিয়োগ। এই নিয়োগ মূলত করা হবে কেন্দ্রের সহযোগিতা মন্ত্রক বা মিনিস্ট্রি অফ কোঅপারেশনের জন্য। যারা এই পদে আবেদন করার জন্য আগ্রহী তারা শীঘ্রই অনলাইনে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই কিন্তু সব প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisements

বিভিন্ন শূন্য পদের মধ্যে উল্লেখযোগ্য পদগুলি হলো সিনিয়র ম্যানেজার অ্যান্ড টিম লিড, গ্রাফিক ডিজ়াইনার/ সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট, মাল্টিমিডিয়া ডিজ়াইনার, ভিডিয়ো এডিটর, কনটেন্ট রাইটার (হিন্দি) এবং কনটেন্ট রাইটার (ইংরেজি) ইত্যাদি পদে। এই সংস্থায়(BECIL Recruitment) মোট শূন্যপদের সংখ্যা হল ছয়। তবে আবেদনকারীর কোন বয়সের সময়সীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নেই।

Advertisements

সংস্থার (BECIL Recruitment) এই শূন্যপদগুলির পারিশ্রমিক সম্পর্কেও বিস্তারিতভাবে আমাদের জেনে নিতে হবে। যেসব প্রার্থীরা সিনিয়র ম্যানেজার অ্যান্ড টিম লিড, গ্রাফিক ডিজাইনার/ সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট, মাল্টিমিডিয়া ডিজাইনার পদের জন্য আবেদন করবেন তাদের পারিশ্রমিক হবে ৬৫,০০০-৭৫,০০০ টাকা, ৩০,০০০-৩৫,০০০ টাকা এবং ৫০,০০০-৬০,০০০ টাকা প্রতি মাসে। পাশাপাশি ভিডিয়ো এডিটর এবং কনটেন্ট রাইটার (হিন্দি এবং ইংরেজি) পদে যারা নিযুক্ত হবে তাদের পারিশ্রমিক হবে যথাক্রমে ৩৫,০০০-৪৫,০০০ টাকা এবং ৪৫,০০০-৫৫,০০০ টাকা প্রতি মাসে।

Advertisements

কিন্তু প্রত্যেকটি শূন্য পদে আবেদন করার জন্য কিছু প্রয়োজনীয় যোগ্যতার অবশ্যই দরকার। মূল বিজ্ঞপ্তিতে বিস্তারিত ভাবে জানানো হয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পেশাদারি অভিজ্ঞতার এবং দক্ষতার মাপকাঠিগুলি। নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট বা সমগোত্রীয় বিভাগে চাকরিরতরা।

কেন্দ্রীয় সংস্থা ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL Recruitment) যেসব প্রার্থীদের বাছাই করবে তাদের নিয়োগ করা হবে স্কিল টেস্ট অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে। কিন্তু সর্বপ্রথমে যোগ্য প্রার্থীদের বেসিল-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। আবেদনের জন্য অসংরক্ষিত, ওবিসি ক্যাটেগরিভুক্ত, এক্স-সার্ভিসম্যান, মহিলা প্রার্থীদের ৮৮৫ টাকা এবং সংরক্ষিত শ্রেণিভুক্তদের ৫৩১ টাকা জমা দিতে হবে। আগামী ১২ ই ডিসেম্বর কিন্তু এই পদগুলিতে আবেদনের শেষ তারিখ। বেসিল-এর ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা দেখতে পাবেন এই পদগুলোর জন্য প্রয়োজনীয় শর্তাবলী।

Advertisements