নিজস্ব প্রতিবেদন : হাতে মাত্র আর কয়েক ঘণ্টা, তারপরেই উদ্বোধন হবে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir)। ইতিমধ্যেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে চলছে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান। পাশাপাশি রামলালার নতুন মূর্তিকে ঘিরে শুরু হয়েছে আচার অনুষ্ঠান। ২২ জানুয়ারি সোমবার দুপুরবেলায় রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার পাশাপাশি রাম মন্দিরের উদ্বোধন করা হবে।
রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা নিয়ে এখন গোটা দেশ যখন মেতে উঠেছে, ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেও শুরু করেছে। এই ভিডিওটি একজন প্রাক্তন সাংসদের। প্রাক্তন ওই সাংসদ হলেন আলী আনোয়ার আনসারী (Ali Anwar Ansari)। যিনি বিহারের গয়ার প্রাক্তন সাংসদ। তার মঞ্চে বক্তব্য রাখা এবং সেই বক্তব্য রাখার সময় মঞ্চ ভেঙ্গে পড়ার ভিডিও ভাইরাল। এই ভিডিও আচমকা এভাবে ভাইরাল হওয়ার পিছনে কারণ রয়েছে।
প্রাক্তন সাংসদ আলী আনোয়ার আনসারীর মঞ্চে বক্তব্য রাখার সময় এইভাবে মঞ্চ ভেঙ্গে যাওয়ার ঘটনাটি ঘটে বিহারের দিহুরী গ্রামে। যেখানে স্বাধীনতা সংগ্রামী কায়ুম আনসারীর স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে আলী আনোয়ার আনসারী উপস্থিত হয়েছিলেন এবং তিনি মঞ্চে বক্তব্য রাখছিলেন। ঠিক সেই সময় ওই মঞ্চ ভেঙ্গে পড়ে। মঞ্চ ভেঙ্গে পড়ার ভিডিও ভাইরাল হওয়ার পরই রীতিমতো হাসির রোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন ? বন্দে ভারত টানছে তে-পুরনো ইঞ্জিন! ভাইরাল ভিডিও দেখে কারণ জানাল রেল
সোশ্যাল মিডিয়ায় যারা এই ভিডিও ভাইরাল করেছেন তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে, ‘রাম মন্দির প্রতিষ্ঠা প্রসঙ্গে একাধিক প্রশ্ন তোলার পরই মঞ্চ ভেঙে পড়ে।’ ভাইরাল হওয়া ওই ভিডিওতে শোনা যাচ্ছে, রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যেখানে তিনি পুরো বিষয়টি সামনের নির্বাচনে ভোট পাওয়ার জন্য বিজেপি সরকার করছে এমনই বক্তব্য পেশ করেন।
This happened in Gaya, Bihar. As soon as Former MP Ali Anwar Ansari raised questions on the credibility of #AyodhyaRamMandir, the whole stage collapsed.?? pic.twitter.com/fIPQRHU5r6
— Priti Gandhi – प्रीति गांधी (@MrsGandhi) January 19, 2024
তবে আলী আনোয়ার আনসারীর সেই বক্তব্য পুরোপুরি শেষ হওয়ার আগেই দেখা যায় মঞ্চ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ছে। মঞ্চ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই প্রাক্তন সাংসদের বক্তব্য বন্ধ হয়ে যায়। এই ঘটনায় কমবেশি অনেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এমন দুর্ঘটনায় কম বেশি চোটও পান আলী আনোয়ার আনসারী। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি BanglaXp।