বিজেপির প্রার্থী তালিকায় একঝাঁক টলি অভিনেতা-অভিনেত্রী, রইলো নাম ও কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলার বিধানসভা ভোট ঘোষণা হয়ে যাওয়া প্রায় ২০ দিন পার হয়ে গেলেও বিজেপির তরফ থেকে এখনো পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। বরং তারা ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা পথে হাঁটছে। ইতিমধ্যেই তাদের তরফ থেকে তিনটি পর্যায়ে চার দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর এই প্রার্থী তালিকা অনুযায়ী লক্ষ্য করা যাচ্ছে এক ঝাঁক টলি অভিনেতা-অভিনেত্রী প্রার্থী তালিকায় ঠাঁই পেয়েছেন।

Advertisements

Advertisements

বিজেপি প্রার্থী টলি অভিনেতা অভিনেত্রীদের তালিকা

Advertisements

১) অঞ্জনা বসু : টলিউড এই অভিনেত্রী ২০১৯ সালে বিজেপিতে যোগদান করেছিলেন। তিনি একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে সোনারপুর দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পেলেন।

২) তনুশ্রী চক্রবর্তী : সদ্য এই টলিউড অভিনেত্রী বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথেই তিনি ভোটে প্রতিদ্বন্দ্বীতা করার সুযোগ পান। তিনি বিজেপির প্রার্থী হয়েছেন শ্যামপুর বিধানসভা কেন্দ্রে।

৩) পায়েল সরকার : টলিউড অভিনেত্রী বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি নেতা শোভন চ্যাটার্জীর প্রাক্তন স্ত্রী রত্না চ্যাটার্জী বিরুদ্ধে বেহালা পূর্ব কেন্দ্রে।

৪) যশ দাশগুপ্ত : টলিউড এই অভিনেতা বিগত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। মূলত তার সাথে তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী নুসরত জাহানের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা শুরু হয়। তবে এসবের মাঝেই তিনি বিজেপিতে যোগ দেন এবং ভোটে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন চন্ডীতলা বিধানসভা কেন্দ্রে।

৫) হিরণ চ্যাটার্জী : দ্বিতীয় পর্যায়ের প্রার্থী ঘোষণার সময়ই হিরণ চ্যাটার্জীর নাম ঘোষণা করে বিজেপি। টলিউড এই অভিনেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে।

৬) লকেট চ্যাটার্জি : অভিনেত্রী তথা বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি একুশের বিধানসভা নির্বাচনে চুঁচুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

[aaroporuntag]
এছাড়াও বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় প্রতিদ্বন্দ্বিতা করবেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে।

Advertisements