চাপ বাড়ছে Jio-র! ঠিক কবে ভারতে আসছে এলন মাস্কের সস্তার ইন্টারনেট Starlink!

নিজস্ব প্রতিবেদন : ইন্টারনেট পরিষেবায় এখন ভারতে একচ্ছত্র রাজ যে টেলিকম সংস্থা করে রেখেছে তার নাম হলো জিও (Jio)। মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা সেইভাবে বড় কোনো প্রতিযোগী না পেয়ে প্রতিনিয়ত নিজের ব্যবসা চারদিকে ছড়িয়ে দিচ্ছে। বর্তমানে ভারতে জিওর সঙ্গে কেবলমাত্র একটু আধটু প্রতিযোগিতায় রয়েছে এয়ারটেল (Airtel)।

ভারতের মতো টেলিকম বাজারে অন্যান্য কোন টেলিকম সংস্থা সেই ভাবে প্রতিযোগিতায় না থাকার কারণে জিও টেলিকম ব্যবসার পাশাপাশি JioFiber, Jio AirFiber, এমনকি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা Jio SpaceFiber সূচনা করে দিয়েছে। জিওর জিও স্পেস ফাইবার চালু করার জন্য লাইসেন্সও পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এবার এই একচ্ছত্ররাজ আর চলবে না বলেই মনে করা হচ্ছে।

জিওর এই একচ্ছত্র রাজ শেষ করতে বাজারে আসতে চলেছে এলন মাস্কের (Elon Musk) স্টারলিংক (Starlink)। স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা প্রদানকারী এই সংস্থা এখন অন্ততপক্ষে বিশ্বের ৬০ টি দেশে পরিষেবা দিয়ে থাকে। ভারতীয় গত দুবছর আগে এর পরিষেবা চালু হয়ে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি একপ্রকার সেরে ফেলা হয়েছিল। এমনকি এই পরিষেবা নেওয়ার জন্য শুরু হয়ে গিয়েছিল প্রি বুকিং। কিন্তু সরকারের অনুমোদন না পাওয়াই শেষ পর্যন্ত সংস্থাকে গ্রাহকদের সেই প্রি বুকিংয়ের টাকা ফেরত দিতে হয়েছিল।

তবে সেই সময় ঠিক কি কারণে সরকার এলন মাস্কের সংস্থাকে অনুমোদন দেয়নি তা পরিষ্কারভাবে জানা যায়নি। অন্যদিকে এই দীর্ঘ সময় কেটে যাওয়ার পর আবারও ভারতে ব্যবসা শুরু করতে মুখিয়ে উঠেছে এলন মাস্কের সংস্থা। বর্তমান পরিস্থিতিতে যদি এই সংস্থা ভারতে স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে হাজির হয় তাহলে চাপে পড়তে হবে জিও এবং এয়ারটেলের মত সংস্থাকে তা নিয়ে কোন সন্দেহ নেই।

এলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা স্টারলিঙ্ক খুব তাড়াতাড়ি ভারতে তাদের পরিষেবা শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা যাচ্ছে ওই সংস্থার তরফ থেকে চলতি বছর শেষের দিকে অথবা আগামী বছর শুরুর দিকেই ফের সরকারের কাছে আবেদন জানাবে অনুমোদনের জন্য। এরপর সমস্ত শর্ত পূরণ করে অনুমোদন পেলেই তারা তাদের পরিষেবা শুরু করে দেবে। জানা যাচ্ছে, পরিষেবা শুরু করার জন্য যে পরিকাঠামোর প্রয়োজন তা খুব তাড়াতাড়ি তাদের তরফ থেকে তৈরি করে ফেলা হবে।