নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল পরিষেবা গণপরিবহন যেমন মেরুদন্ড ঠিক তেমনি আবার ভারতীয় রেল বছরের বিভিন্ন সময় নানান ভ্রমণের জন্য ট্রেন চালু করে থাকে। এবার সেই রকমই ভারতীয় রেলের তরফ থেকে চালু করা হয়েছে বিলাসবহুল মহারাজাস এক্সপ্রেস। এই ট্রেনের টিকিট বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
রাজা হওয়ার শখ কার না নেই। সে একদিন হোক অথবা সাত দিন! এমন শখ যারা পূরণ করতে জায়গা খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য এই মহারাজাস এক্সপ্রেস একেবারে যথোপযুক্ত জায়গা। ভারতীয় রেলের সুবাদে অন্ততপক্ষে কয়েকদিনের জন্য এই ট্রেনে রাজার হালে সময় কাটানো যেতে পারে।
এই ট্রেনটি কেবলমাত্র ভারতে নয়, সারা বিশ্বের মধ্যে বিলাসবহুল ট্রেন। এই ট্রেনটি চালানো হবে দেশের উত্তর মধ্য ও পশ্চিম অংশে। এর সঙ্গেই থাকছে চারটি প্রাচুর্যমন্ডিত সফরের প্যাকেজ। এই সকল প্যাকেজগুলির নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়ান প্যানোরমা’, ‘ইন্ডিয়ান স্প্লেনডার’, ‘দি হেরিটেজ অব ইন্ডিয়া’ এবং ‘দি ট্রেজারস অব ইন্ডিয়া’।
প্রথম তিনটি প্যাকেজ অর্থাৎ ‘ইন্ডিয়ান প্যানোরমা’, ‘ইন্ডিয়ান স্প্লেনডার’ ও ‘দি হেরিটেজ অব ইন্ডিয়া’ প্যাকেজে থাকছে ৬ রাত ৭ দিনের দীর্ঘ সফর। আর ‘দি ট্রেজারস অব ইন্ডিয়া’ প্যাকেজে থাকছে ৩ রাত ৪ দিনের ভ্রমণ। পর্যটকরা নিজেদের ইচ্ছে মত এক্সপ্রেসের কেবিন কিংবা স্যুইট বুক করতে পারবেন। এই প্যাকেজের মধ্যেই পর্যটকদের দেখানো হবে তাজমহল, রণথম্ভোরের উদ্ভিদ ও প্রাণীজগত, টাইগার রিজার্ভে জঙ্গল সাফারি, জয়পুর সহ বিভিন্ন জায়গা। এর বুকিং এবং খরচ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে https://www.the-maharajas.com/maharajas/Promo_Offers.html ওয়েবসাইটে।
ট্রেনের মধ্যে রয়েছে পাঁচটি প্যাসেঞ্জার সেলুন, প্রতিটিতে চারটি করে ডিল্যাক্স কেবিন। প্রতিটি কেবিনে থাকছে এলসিডি টিভি, ডিভিডি প্লেয়ার, ইন্টারনেট পরিষেবা, লাইভ টেলিভিশন সহ আরও একাধিক ব্যবস্থা।