নিজস্ব প্রতিবেদন : উৎসবের মরসুম আসতেই ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন সংস্থা তাদের গ্রাহকদের জন্য নানান অফার ঘোষণা করে থাকে। ঠিক তেমনি এবছর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) উৎসবের মরসুমে তাদের গ্রাহকদের জন্য একটি সুখবর দিলো। সুখবরটি হলো গৃহঋণ অর্থাৎ Home Loan-এর ক্ষেত্রে সুদ (interest) কমিয়ে দেওয়া। তবে এই সুদ কমিয়ে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় এই ব্যাঙ্ক SBI কিছু শর্ত রেখেছে।
বুধবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে ঘোষণা করে জানানো হয়েছে, ৭৫ লক্ষ টাকার উপর গৃহঋণের ক্ষেত্রে সুদের উপর ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত ছাড় মিলবে। ছাড় পাওয়ার ক্ষেত্রে শর্ত একটাই গ্রাহকদের ঋণের জন্য আবেদন করতে হবে ইয়োনো (YONO) অ্যাপের মাধ্যমে। এরপর আবেদনকারীর সিভিল স্কোর (Cibil Score) অনুযায়ী ছাড় দেওয়া হবে।
৩০ লক্ষ টাকা থেকে দু’কোটি টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সিভিল স্কোর অনুযায়ী আবেদনকারীরা ছাড় পাবেন ১০ থেকে ২০ বেসিস পয়েন্ট পর্যন্ত।
এর পাশাপাশি দেশের নির্দিষ্ট করে দেওয়া ৮টি মেট্রো সিটির বাসিন্দাদের জন্য আলাদা করে ৫ বেসিস পয়েন্ট ছাড় দেওয়ার ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা তাদের গৃহঋণের ক্ষেত্রে এই ছাড় পাওয়ার জন্য অবশ্যই তাদের আবেদন করতে হবে ইয়োনো (YONO) অ্যাপের মাধ্যমে।
এর পাশাপাশি ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে বর্তমান এই অফার চলাকালীন গ্রাহকদের ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদ দিতে হবে সর্বনিম্ন ৬.৯% এবং ৩০ লক্ষ টাকার উপরে সর্বনিম্ন ৭% সুদ দিতে হবে।
উৎসব মরশুম শুরু হওয়ার আগেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গাড়ি, সোনা এবং ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে প্রসেসিং ফি তুলে দেওয়ার ঘোষণা করেছিল। আর এবার গৃহঋণের ক্ষেত্রে এই বাড়তি সুবিধা ঘোষণা করায় স্বাভাবিকভাবেই স্বাচ্ছন্দ বাড়ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের।