SBI Credit Card New Rules: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের নিয়মে বদল, আর মিলবে না এই সুবিধা

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে মানুষের হাতে হাতে যেমন পৌঁছে গিয়েছে ডেবিট কার্ড, ঠিক সেই রকমই ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে ক্রেডিট কার্ড (Credit Card)। দেশে বর্তমানে কোটি কোটি গ্রাহক ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। ক্রেডিট কার্ডের ব্যবহারের ক্ষেত্রে আর্থিক লেনদেনে অনেক সুবিধা পাওয়ার পরিপ্রেক্ষিতেই দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। তবে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ক্রেডিট কার্ডের নিয়মে বড় বদল (SBI Credit Card New Rules) আনল।

দেশের বৃহত্তম ব্যাংক হওয়ার কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা যেমন অনেক বেশি ঠিক সেই রকমই ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যাও অনেক বেশি। যে কারণে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ক্রেডিট কার্ডে বড় একটি নিয়মে বদল আনার ফলে কোটি কোটি গ্রাহকের উপর প্রভাব ফেলবে। সবচেয়ে বড় বিষয় হলো এই নিয়মে বদল গ্রাহকদের একটি সুবিধা থেকে বঞ্চিত করবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ক্রেডিট কার্ড নিয়ে নিয়মে যে বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোন কোন কার্ডের ক্ষেত্রে আগামী ১ এপ্রিল ২০২৪ থেকেই লাগু হয়ে যাবে, আবার কোন কোন ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তা লাগু হবে ১৫ এপ্রিল থেকে। মূলত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিদ্ধান্ত নিয়েছে, তাদের ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা আর কোন কোন ক্ষেত্রে পেমেন্টের উপর রিওয়ার্ড পয়েন্ট পাবেন না। ব্যাংকের এই সিদ্ধান্ত রীতিমত ধাক্কা দিচ্ছে গ্রাহকদের।

১ এপ্রিল থেকে এসবিআই কার্ড এলিট, এসবিআই কার্ড এলিট অ্যাডভান্টেজ, এসবিআই কার্ড পালস, সিম্পলি ক্লিক এসবিআই কার্ড, সিম্পলি ক্লিক অ্যাডভান্টেড, কার্ড প্রাইম, কার্ড প্রাইম অ্যাডভান্টেজ, এসবিআই কার্ড প্লাটিনাম, এসবিআই কার্ড প্রাইম প্রো, এসবিআই কার্ড প্ল্যাটিনাম অ্যাডভান্টেজ, ডক্টর এসবিআই, গোল্ড এসবিআই কার্ড, গোল্ড ক্লাসিক এসবিআই কার্ড, গোল্ড ডিফেন্স এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর এমপ্লয়ি এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর অ্যাডভান্টেজ এসবিআই কার্ড, গোল্ড অ্যান্ড মোর এসবিআই কার্ড, সিম্পলিসেভ এসবিআই ইত্যাদি কার্ড এর মাধ্যমে বাড়ি ভাড়া দিলে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।

আরও পড়ুন 👉 Credit Card Rules Change: HDFC, Axis, ICICI তিন ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল, এবার খসবে বেশি টাকা

অন্যদিকে ১৫ এপ্রিল থেকে যে সকল ক্রেডিট কার্ডের ওপর এমন নিয়ম লাগু হতে চলেছে সেই সকল ক্রেডিট কার্ডগুলি হলো এয়ার ইন্ডিয়া এসবিআই প্লাটিনাম কার্ড, এয়ার ইন্ডিয়া এসবিআই সিগনেচার কার্ড, এফবিবি স্টাইলআপ এসবিআই কার্ড, সেন্ট্রাল এসবিআই কার্ড, সেন্ট্রাল এসবিআই কার্ড সিলেক্ট, নেচার বাস্কেট এসবিআই কার্ড, আদিত্য বিড়লা এসবিআই কার্ড সিলেক্ট, বিপিসিএল এসবিআই কার্ড অক্টেন, আইআরসিটিসি এসবিআই কার্ড প্রিমিয়ার, ক্লাব ভিস্তারা এসবিআই কার্ড প্রাইম, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড সিলেক্ট, লাইফস্টাইল হোম সেন্টার এসবিআই কার্ড প্রাইম, নেচার বাস্কেট এসবিআই কার্ড এলিট, এবং ফ্যাবইন্ডিয়া এসবিআই কার্ড।

মূলত ক্রেডিট কার্ডের মাধ্যমে হাতে টাকা অথবা অ্যাকাউন্টে টাকা না থাকলেও সহজেই পেমেন্ট করা যায়। ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দিষ্ট একটি সময়ের জন্য গ্রাহকদের কোনরকম ইন্টারেস্ট ছাড়াই টাকা ধার দিয়ে থাকে। আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে কেনাকাটার ওপর ও বিল পেমেন্টের উপর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায়। যেগুলি আবার পরে ভাঙ্গিয়ে বিভিন্ন জিনিসপত্র কেনার সুযোগ থাকে অথবা নগদ পাওয়া যায়। কিন্তু এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন সিদ্ধান্তের ফলে গ্রাহকরা অনেকটাই বঞ্চিত হবেন।