SBI গ্রাহকদের জন্য সুখবর, উঠে গেল অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম

নিজস্ব প্রতিবেদন : ৬ মাসের মধ্যে যখন পরপর দুটি ব্যাঙ্ক পিএমসি ও ইয়েস ব্যাঙ্ক আর্থিক সংকটের মধ্যে, যখন দেশের মানুষের মধ্যে ব্যাঙ্কে জমা করা আমানত নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে ঠিক তখনই সবথেকে বড় খুশির খবর পাওয়া গেল দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। এখন থেকে আর স্টেট ব্যাঙ্কের কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখতে হবে না মিনিমাম ব্যালেন্স।

এতদিন পর্যন্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোন শাখার যেকোনো সেভিংস অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা ছিল। এমনকি মাসের শেষে মিনিমাম ব্যালেন্স রাখার গড় হিসাবে কমতি পড়লে কাটা হত চার্জ। বুধবার থেকে ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী এই বাধ্যবাধকতার পরিসমাপ্তি ঘটল। আর এই ঘোষণার ফলে উপকৃত হবেন দেশের ৪৪ কোটি গ্রাহক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এতদিন যাবৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার যে নিয়ম ছিল তাতে শহরাঞ্চল বা মেট্রো সিটি অঞ্চলের গ্রাহকদের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হত ৩০০০ টাকা। তুলনামূলক ছোট শহরের অ্যাকাউন্টগুলিতে মিনিমাম ব্যালেন্স রাখতে হতো ২০০০ টাকা। গ্রামাঞ্চলের সেভিংস অ্যাকাউন্টগুলিতে মিনিমাম ব্যালেন্স রাখতে হত ১০০০ টাকা। আর এই মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম না মানলে শহরাঞ্চলে কাটা হত ১০ থেকে ১৫ টাকা, সাথে জিএসটি চার্জ। তুলনামূলক ছোট শহরগুলির সেভিংস অ্যাকাউন্ট থেকে ১২ টাকা জরিমানা সহ জিএসটি কাটা হত।আর গ্রামাঞ্চলের সেভিংস অ্যাকাউন্টগুলি থেকে কাটা হত ৫ টাকা থেকে ১০ টাকা চার্জ পাশাপাশি জিএসটি।তবে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা তুলে দিলেও সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার কমিয়ে বার্ষিক ৩ শতাংশ সুদ করেছে SBI।