State Bank-এর মিনিমাম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন, না মানলে জরিমানা

নিজস্ব প্রতিবেদন : দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের অ্যাকাউন্টে গ্রাহকদের মিনিমাম ব্যালেন্স রাখার ক্ষেত্রে নিয়মই বেশ কিছু রদবদল আনলো। নভেম্বর মাস থেকে এই নিয়মে পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, শহর অনুযায়ী আলাদা আলাদা মিনিমাম ব্যালেন্স রাখার সীমা বেঁধে দেওয়া হয়েছে। আর তা না জানলে গ্রাহকদের দিতে হবে মোটা অঙ্কের জরিমানা। তবে জরিমানার পরিমাণ ধার্য হবে ব্যাঙ্ক শাখার উপর নির্ভর করে।

মেট্রো শহরের এসবিআইয়ের গ্রাহকদের প্রতি মাসে ৩,০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতেই হবে৷ যদি অ্যাকাউন্টে মাসে ন্যূনতম ব্যালেন্স না থাকে তাহলে ১০ থেকে ১৫ টাকার সঙ্গে জিএসটি চার্জ জরিমানা হিসাবে দিতে হবে৷

আধা শহরের গ্রাহকদের প্রতি মাসে ২,০০০ টাকা রাখতেই হবে৷ আধা শহরে জরিমানা হিসাবে ৭.৫ টাকা থেকে ১২ টাকা জিএসটি দিতে হবে৷

গ্রামাঞ্চলে ন্যূনতম ব্যালান্স রাখতে হবে ১,০০০ টাকা। আর সেটা বজায় না রাখলে ৫ থেকে ১০ টাকা জরিমানা দিতে হবে সঙ্গে জিএসটিও দিতে হবে৷

রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলির তুলনায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের ন্যূনতম ব্যালেন্সের পরিমান বা অঙ্ক অনেকটাই বেশি। তবে উল্লেখ্য, বেসরকারি ব্যাঙ্কের তুলনায় তা অনেকটাই কম। দেশের চারটি বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই, এইচডিএফসি, কোটাক এবং অ্যাক্সিসের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ৫ হাজার টাকা রাখা বাধ্যতামূলক।