SBI New FD interest Rates: বদলে গেল FD-তে সুদের হার, গ্রাহকদের জন্য বড় খবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

নিজস্ব প্রতিবেদন : দেশে যে সকল ব্যাঙ্ক রয়েছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় ব্যাংক হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের গ্রাহক সংখ্যা এতটাই বেশি যে, ব্যাংকের তরফ থেকে কোন বদল আনলেই তা বিপুল সংখ্যক গ্রাহকদের উপর প্রভাব ফেলে। এবার এই ব্যাংকের তরফ থেকে ফিক্সড ডিপোজিট (FD) স্কিমে সুদের হারে বদল আনা হয়েছে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিটের ওপর সুদের হারে পরিবর্তন আনার ফলে এখন গ্রাহকরা অনেক বেশি টাকা হাতে পাবেন। কেননা এই ব্যাংকের তরফ থেকে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটে আমানতের উপর সুদের হার বৃদ্ধি করা হয়েছে। নতুন সুদের হার ২৭ ডিসেম্বর ২০২৩ অর্থাৎ বুধবার থেকে লাগু হওয়া শুরু হয়েছে বলে জানা যাচ্ছে ব্যাংক সূত্রে।

ব্যাংকের তরফ থেকে নতুন যে সুদের হার প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ১ বছর থেকে ২ বছরের কম, ২ বছর থেকে ৩ বছরের কম, ৩ বছর থেকে ৫ বছরের কম, ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত, সব ক্ষেত্রেই সুদের হার বৃদ্ধি করা হয়েছে। কতটা সুদের হার বৃদ্ধি করা হলো এবং এর ফলে গ্রাহকরা কতটা লাভবান হবেন চলুন দেখে নেওয়া যাক।

আরও পড়ুন 👉 New RBI Rules: RBI নিয়ম বদলাতেই ঝটকা খেল SBI! ডুবল কোটি কোটি টাকা!

৭ থেকে ৪৫ দিনের জন্য যারা ফিক্সড ডিপোজিট করে থাকেন তারা এবার ৫০ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। এই নির্দিষ্ট সময়ের আমানতের ক্ষেত্রে এখন গ্রাহকরা ৩.৫০ শতাংশ হারে সুদ পাবেন। ৪৬ থেকে ১৭০ দিনের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে ২৫ বেসিস পয়েন্ট। এখন সুদ পাওয়া যাবে ৪.৭৫ শতাংশ। এরপর ২১০ দিনের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৫০ বেসিস পয়েন্ট। সুদ পাওয়া যাবে ৫.৭৫ শতাংশ।

২১১ দিন থেকে ১ বছর এবং ১ বছর থেকে ৩ বছর সময়ের জন্য যে ফিক্সড ডিপোজিট করার ব্যবস্থা রয়েছে তাতে গ্রাহকরা ২৫ বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। সুদ পাওয়া যাবে ৬%। এক বছর থেকে দু’বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.৮০%। দু’বছর থেকে তিন বছরের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৭ শতাংশ। ৫ বছর পর্যন্ত সঞ্চয়ের ক্ষেত্রে এবার ফিক্সড ডিপোজিটে সুদ পাওয়া যাবে ৬.৭৫ শতাংশ। আগের তুলনায় ২৫ বেসিস পয়েন্ট সুদ বৃদ্ধি করা হয়েছে। ৫ বছর থেকে ১০ বছরের ক্ষেত্রে সুদ পাওয়া যাবে ৬.৫০%। অন্যদিকে যারা সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা জমা রাখেন তারা অন্যান্যদের থেকে আরও ৫০ বেশি পয়েন্ট বেশি সুদ পাবেন। সিনিয়র সিটিজেনদের জন্য সর্বনিম্ন সুদের পরিমাণ ৪% এবং সর্বোচ্চ সুদের পরিমাণ ৭.৫০ শতাংশ।