যেখানে সেখানে মোবাইল চার্জ করেন! খোয়াতে পারেন অ্যাকাউন্টের টাকা! সতর্ক করলো SBI

সাবধান! এই একটা ভুলের জন্য খুইয়ে ফেলতে পারেন সর্বস্ব। সতর্ক করলো SBI

নিজস্ব প্রতিবেদন : পাবলিক চার্জিং স্টেশন থেকে নিজেদের মোবাইল চার্জ করলে আপনি হারিয়ে ফেলতে পারেন আপনার সব টাকা! এই সতর্কীকরণ দেওয়া হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে। একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এসবিআই জানিয়েছে যে, চার্জিং পয়েন্টে আপনি ফোন রাখলে হ্যাকাররা হাতিয়ে নিতে পারে আপনার সব গুরুত্বপূর্ণ তথ্য। যেহেতু বর্তমানে ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়াতে পরিণত হয়েছে তাই ব্যাঙ্ক যাওয়ার সমস্যা কমাতে নিজের স্মার্টফোনেই এসব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে গ্রাহকরা, সেখানেই থাকে সব নথিপত্র। ব্যাঙ্কও এখন ওই মুঠোফোনে বন্দী, নেট ব্যাঙ্কিং থেকে মানি ট্রানসঙ্কশন সবই হয় ফোনে। আর সেই কারণেই হ্যাকাররা আপনার ব্যাঙ্কের তথ্য হাতিয়ে নিতে নজর রাখছে আপনার মোবাইল ফোনের উপরই।

বর্তমানে স্টেশন থেকে এয়ারপোর্ট সবখানেই চার্জিং স্টেশনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে বিনামূল্যে চার্জ করানো যায় ফোনে এবং এসব স্থানগুলিকে টার্গেট করেছে হ্যাকাররা। স্মার্টফোন ম্যালওয়্যার নামের ভাইরাস ঢুকিয়ে আপনার সব তথ্য হাতিয়ে নিতে পারে তারা। এইরকম জুশ জ্যাকিং থেকে বাঁচার জন্য সতর্কবাণী দিয়েছে SBI।

বর্তমানে মোবাইলফোন মানুষের সাথে ভীষণভাবে জড়িয়ে। সেই ফোনের চার্জ কমে গেলে চার্জিং পয়েন্ট খোঁজেন সবাই এবং যে চার্জিং স্টেশনগুলিতে বিনামূল্যে চার্জ করা যায় মোবাইল সেসব জায়গায় অনায়াসে চার্জে বসিয়ে দেন সবাই। কিন্তু সেই চার্জিং USB মোবাইল ফোনে ঢুকলে আপনার অজান্তেই আপনার ফোনের তথ্য নথি সব ফটো, ভিডিও সব হাতিয়ে নেবে হ্যাকাররা। ইতিমধ্যেই অনেক মানুষ এই একটা ভুলের জন্য খুইয়েছেন অনেককিছু।

চারটি বিষয়ে গ্রাহকদের সতর্কতা এই জুশ জ্যাকিং থেকে বাঁচাতে পারে। এই বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকতে বলেছে এসবিআই।

১. যদি একান্তই কোনো প্রয়োজনে চার্জিং স্টেশন থেকে চার্জ করতে হয় নিজের USB ব্যবহার করুন।

২. পাবলিক চার্জিং স্টেশনে মোবাইল চার্জিংয়ের ক্ষেত্রে ইলেকট্রিক আউটপুট থেকেই চার্জ করুন। 

৩. পোর্টেবল ব্যাটারি কেনার সময় ভরসা করবেন চেনা ভেন্ডারদের।

৪. মোবাইল চার্জ করার জন্য পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখুন। এছাড়াও

• আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের পাসওয়ার্ড কিছু সময় অন্তর বদলে ফেলার পরামর্শ দিচ্ছে SBI।

• আপনার প্রোফাইল শেষ কখন লগ ইন করা হয়েছে সেই বিষয় সতর্ক থাকুন। মোবাইলের মেজেস অ্যালার্ট অন রাখুন।

তবে শুধু SBI নয়, অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদেরও এই বিষয় সতর্ক থাকতে হবে।