প্রতারণার নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, সতর্ক করলো SBI

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বিশ্ব তথা দেশ এখন বিপত্তির সম্মুখীন, একথা কারোর অজানা নয়। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এই বিপত্তি। বিপত্তির সম্মুখীন কোটি কোটি মানুষ। সবাই এখন রেহাই খুঁজছেন এর থেকে। রেহাই পেলেই যেন স্বাধীনতার নতুন স্বাদ। কিন্তু সেই রেহাইয়ের পথ এখনও অধরা। তবে বলেন না, যে যার মত। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এই বিপত্তির সময়েও নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন প্রতারকরা। প্রতারণা কান্ড বজায় রাখতে সময়ের সাপেক্ষে নতুন নতুন ফাঁদ পেতেছে তারা। আর তা নিয়েই গ্রাহকদের এবার সতর্ক করল দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

Advertisements

Advertisements

SBI এর তরফ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, প্রতারকরা এখন গ্রাহকদের মোবাইলে ওটিপি পাঠাচ্ছে। আর বলা হচ্ছে, EMI আটকানোর জন্যই এই ওটিপি। কিন্তু আদতে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে এমন কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

Advertisements

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, EMI পিছিয়ে দেওয়ার জন্য গ্রাহককে কোনরকম ওটিপি শেয়ার করতে হবে না। তাই এরকম কোন ওটিপি এলে কারোর সাথে শেয়ার করবেন না। আর ওটিপি দিলে কি পরিনতি হবে সেটা তো বুঝতেই পারছেন। আপনার অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাবে টাকা।

শুধু এখানেই শেষ নয়, প্রতারকরা আরও এক ফন্দি পেতেছে। যাতে করে হোয়াটসঅ্যাপ, ম্যাসেজ অথবা অন্যান্য মাধ্যমে একটি লিঙ্ক পাঠিয়ে বলা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে প্রধানমন্ত্রী কেয়ার্স ত্রাণ তহবিলে করোনা পরিস্থিতিতে অনুদান দেওয়া যাবে। কিন্তু এটিও ভুয়ো বলে দাবি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

তারা জানিয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক অথবা অন্য কোন ত্রাণ তহবিল এরকমভাবে লিঙ্ক পাঠিয়ে কোনরকম অনুদান নেওয়া হচ্ছে না। স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট অথবা প্রধানমন্ত্রী কেয়ার্স অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনুদান দিতে পারেন। ভুয়ো কোনরকম লিঙ্কে ক্লিক করে নয়।

প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ট্যুইটের মাধ্যমে গ্রাহকদের এমন সতর্কবাণী দিলেও প্রত্যেকটি ব্যাঙ্ক গ্রাহকদের এই দিকগুলি খেয়াল রাখার জন্য অনুরোধ জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। কারণ এইভাবে যেকোনো ব্যাঙ্কের গ্রাহকরাই প্রতারণা সম্মুখীন হতে পারেন।

Advertisements