ঘূর্ণিঝড় আমফান মোকাবিলায় খুললো কন্ট্রোল রুম, রইলো নম্বর

নিজস্ব প্রতিবেদন : ঘূর্ণিঝড় আমফান বর্তমানে পশ্চিমবঙ্গের দীঘা উপকূল থেকে মাত্র ১৫০ কিলোমিটারের কাছাকাছি অবস্থানে রয়েছে। অনুমান করা হচ্ছে ঘন্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে স্থলভাগে। গতিবেগ ঘণ্টায় ২০০ কিলোমিটার পৌঁছে যেতে পারে। বিপুল ক্ষয়ক্ষতি সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে শুরু হয়েছে বৃষ্টি।

পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই সাত জেলায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। অনুমান করা হচ্ছে বুধবার দুপুর বেলার পর থেকেই এই সাত জেলায় প্রভাব পড়তে শুরু করবে। পূর্ব মেদিনীপুর জেলায় ঝড়ের গতিবেগ সবথেকে বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত। পাশাপাশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে নদীয়া জেলাতেও। বৃষ্টি চলবে বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই সকল জেলায়।

আর ঘূর্ণিঝড়ের এই সকল প্রভাবের আশঙ্কা করে মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তৈরি করেছে কন্ট্রোল রুম। পাশাপাশি কোমর বেঁধে নেমে পড়েছে দীঘা, সুন্দরবন প্রভৃতি এলাকায় বিপর্যয় মোকাবিলায়।ইতিমধ্যেই এই সকল এলাকা থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাইক্লোন সেন্টারগুলিতে। মঙ্গলবার থেকেই মাইকিং করে হলুদ সর্তকতা জারি করা হয়েছে এই সকল এলাকায়। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলার সাতটি দল এসে পৌঁছেছে।

বর্তমান ঘূর্ণিঝড় পরিস্থিতিতে কোথাও কোনো রকম বিপত্তি ঘটলে জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে যোগাযোগ করার জন্য বেশ কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। যে নম্বরগুলি হল রাজ্য কন্ট্রোল রুম – ০৩৩২২১৪৩৫২৬,
০৩৩২২১৪১৯৯৫, ১০৭০ (Toll Free)। কলকাতা পুলিশ কন্ট্রোল রুম : ০৩৩২২১৪ ৩০২৪, ০৩৩২২১৪১৩১০, ০৩৩২২১৪৩২৩০। WhatsApp Number: ৯৪৩২৬২৪৩৬৫। হাওড়া হেল্পলাইন : ০৩৩২৬৪১৫৬১৪, ৮০১৭৩১১১১১।