বাংলাএক্সপি ডেস্কঃ দেখতে দেখতে সেপ্টেম্বর মাস শুরু হয়ে গেল। রবিবার থেকে সেপ্টেম্বর মাসের সূচনা হল। নতুন মাস শুরু হতেই সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়ারা ক্যালেন্ডারের দিকে তাকান। মূলত কোন কোন দিন ছুটি রয়েছে তার দিকে চোখ বুলিয়ে নেন তারা। আসলে ছুটি (Government Employees Holiday List) দেখে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন।
এক্ষেত্রে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ ছুটি বাদে কেবলমাত্র একটি ছুটি রয়েছে। বাকি সারা মাসই একপ্রকার তাদের কাজ চালিয়ে যেতে হবে। যদিও সাধারণ ছুটি বাদে সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারি কর্মচারীরা একটি ছুটিতেই কামাল করে দিতে পারবেন। কেননা ওই একটি ছুটির দৌলতেই টানা ৩ দিন ছুটি কাটানোর সুযোগ রয়েছে তাদের। এক্ষেত্রে ঘুরতে যাওয়ার প্ল্যান করা যেতে পারে অথবা নিশ্চিন্তে তিন দিন বাড়িতে আরাম করা যেতে পারে।
সাধারণ ছুটি হিসেবে অধিকাংশ রাজ্য সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসে ছুটি পাবেন ১, ৭, ৮, ১৪, ১৫, ২১, ২২, ২৮, ২৯ সেপ্টেম্বর। কেননা ওই দিনগুলিতে পড়েছে শনিবার ও রবিবার। শনিবার ও রবিবার মিলিয়ে ছুটি পাওয়া যাচ্ছে ৯ দিন। আর সেপ্টেম্বর মাসে উৎসব অনুষ্ঠান উপলক্ষে কেবলমাত্র একটি ছুটি রয়েছে আর সেই দিনটি হল ১৬ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি, আধা সরকারি অফিস কাছারি বন্ধ থাকবে ইদ-এ-মিলান উপলক্ষে।
আরও পড়ুন : Dear Lottery: লেবার থেকে কোটিপতি, বীরভূমের সাইদুলের ভাগ্য ফেরালো ৩০ টাকার লটারি
১৬ সেপ্টেম্বর যেহেতু এবার পড়েছে সোমবার, তাই তার আগের দুদিনও রাজ্য সরকারি ও আধা সরকারি অফিস কাছারি বন্ধ থাকবে শনিবার ও রবিবার হওয়ার কারণে। এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের অধিকাংশরাই ১৪ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন ছুটি পাবেন। টানা তিনদিনের এই ছুটিকে কাজে লাগিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা দীঘা-মন্দারমনি অথবা ধারে-কাছের কোন জায়গা থেকে নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন।
রাজ্য সরকারি কর্মচারীদের মতোই সেপ্টেম্বর মাসে স্কুল শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারাও একটি টানা ৩ দিনের ছুটি পাবেন। তবে তাদের ছুটির দিন একটু আলাদা। কেননা স্কুল-কলেজ শনিবার খোলা থাকে। এক্ষেত্রে তারা ১৫ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন ছুটি পাবেন। ১৫ সেপ্টেম্বর রবিবার হওয়ার কারণে ছুটি, ১৬ সেপ্টেম্বর ছুটি ইদ-এ-মিলান উপলক্ষে এবং ১৭ সেপ্টেম্বর ছুটি বিশ্বকর্মা পুজো উপলক্ষে। এক্ষেত্রে তারাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে।