Government Employees: মাথায় হাত সরকারি কর্মীদের, বেতন থেকে মাসে মাসে কেটে নেওয়া হচ্ছে টাকা, পকেট ভরছে রাজ্যের

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্য হোক অথবা কেন্দ্র, প্রত্যেক সরকারের সরকারি কর্মচারীরা (Government Employees) তাদের কাজের বদলে বেতন সহ বিভিন্ন ধরনের ভাতা পেয়ে থাকেন। কিন্তু এই বেতন থেকে যদি মাসে টাকা কেটে নেওয়া হয় আর সেই টাকায় রাজ্যের পকেট ভরানোর মতো ঘটনা ঘটে তাহলে তা কতটা চিন্তার বিষয়। এমন ঘটনা ঘটলে স্বাভাবিকভাবে মাথায় হাত পড়বে সরকারি কর্মচারীদের।

Advertisements

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে টাকা কেটে নেওয়ার মতো অভিযোগ এবার সামনে এসেছে। আর এই অভিযোগ সামনে আসতেই স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। সরকারি কর্মচারীদের তরফ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলা হচ্ছে, নিজেদের পকেট ভরানোর জন্য এমন ঘটনা ঘটাচ্ছে সরকার।

Advertisements

রাজ্য সরকারি কর্মচারীদের বেতন থেকে প্রতি মাসে মাসে টাকা কেটে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য স্কিম চালু করা হয়েছে। কিন্তু অভিযোগ, প্রতি মাসে মাসে টাকা কেটে নেওয়া হলেও সঠিক মানের মেডিকেল পরিষেবা পাচ্ছেন না তারা। তারা দাবি করেছেন, যে হারে টাকা কাটা হচ্ছে সেই টাকা অনুযায়ী যে পরিষেবা প্রদান করার কথা তার ছিটেফোটাও পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

Advertisements

আরও পড়ুন ? Yuvasree Prakalpa: লক্ষ্মীর ভাণ্ডার অতীত! এবার বাজার কাঁপাচ্ছে এই প্রকল্প, ১৫০০-২৫০০ টাকা করে পাচ্ছেন ছেলেরাও

এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা একটি সেমিনারে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এমন ক্ষোভ উগড়ে দিয়েছেন রাজস্থানের বাঁশওয়াড়ায় আয়োজিত এম্পলয়ি অ্যান্ড পেনশনার ওয়েলফেয়ার আ ফার্স সম্মেলনে। তারা রাজস্থানের ভজন লাল সরকারের বিরুদ্ধে এমন ক্ষোভ উগড়ে দিয়েছেন।

ওই সেমিনারে উপস্থিত সরকারি কর্মচারীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারের তরফ থেকে যে সকল কল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে তার কোনটিই কাজের নয়। তাদের অভিযোগ, সরকার শুধু নিজেদের পকেট ভরাচ্ছে। কর্মীদের কল্যাণমূলক কাজের জন্য কোন রকম নজর দিচ্ছে না। এমনকি স্বাস্থ্য সংক্রান্ত স্কিম ছাড়াও তারা আরপিএমএফ, আরজিএইচএস, গ্রুপ এক্সিডেন্ট ইনসিওরেন্স ইত্যাদির বিষয়েও অভিযোগ তুলেছেন। তাদের স্পষ্ট অভিযোগ, সরকার এই সকল খাতে মাসে মাসে বেতন থেকে টাকা কেটে নিলেও পরিষেবা দিচ্ছে না মনোমতো।

Advertisements