Uluberia Bypass: একবছরের মধ্যে মিটে যাবে যানজট সমস্যা, উলুবেড়িয়ার জন্য বড় উদ্যোগ রাজ্য সরকারের

Prosun Kanti Das

Published on:

Advertisements

The state government has decided to build a bypass to avoid the traffic jam problem in Uluberia: বর্তমানে সড়কব্যবস্থা আগের থেকে উন্নত হয়েছে। কম সময়ে ভারতের যেকোনো জায়গায় আপনি সহজে পৌঁছে যেতে পারবেন হাইওয়ে এক্সপ্রেসওয়েগুলোর মাধ্যমে। তাছাড়া শহরের মধ্যেও উন্নত উড়ালপুল নির্মাণ করে যানজট সমস্যা রোড সমাধান করা হচ্ছে। উলুবেড়িয়া গঙ্গারামপুর থেকে জেটিঘাট পর্যন্ত বাইপাস (Uluberia Bypass) রাস্তার কাজ তারই উদাহরণ। সোমবার তারই উদ্বোধন করলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়।

Advertisements

আগামী এক বছরের মধ্যে উলুবেড়িয়া শহরের বাইপাস রাস্তার কাজ শেষ হয়ে যাবে এমনটাই বলা হয়েছে। সোমবার উলুবেড়িয়া গঙ্গারামপুর মোড়ে বাইপাস (Uluberia Bypass) রাস্তার কাজের সূচনা করে মন্ত্রী জানান ৩.৬৫ কিলোমিটার রাস্তা তৈরি করা হবে পাশাপাশি মেদিনীপুর পূর্ব ক্যানেলের উপর ৩০ মিটার লম্বা দুটি সেতুও নির্মাণ করা হবে। একটি সেতু গঙ্গারামপুর মোড়ে এবং অন্যটি উলুবেড়িয়া মিশন স্কুলের কাছে। তাছাড়া ক্যানেলের উপর বহু জায়গায় ৮ টি কালভার্টও নির্মান করা হবে এমনটাই জানিয়েছেন মন্ত্রী।

Advertisements

এই বাইপাস রাস্তা নির্মাণের ক্ষেত্রে ব্যয় করা হবে প্রায় ৩৭.১০ কোটি টাকা। বাইপাস রাস্তাটি ৭ মিটার চওড়া হবে এবং রাস্তার দুই পাশে আড়াই মিটার করে ফুটপাথ থাকবে। এই রাস্তা নির্মাণ হলে উলুবেড়িয়ার দীর্ঘদিনের যানজটের সমস্যা সমাধান হবে। শুধু উলুবেড়িয়া শহরের মানুষের নয়, উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এবং শ্যামপুরের বাসিন্দাদেরও এই রাস্তা নির্মাণের (Uluberia Bypass) ফলে অনেকটা সুবিধা হয়ে যাবে। এর ফলে ৫৮ গেট ও গাদিয়াড়া পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরাও লাভবান হবে।

Advertisements

আরও পড়ুন ? Blue Color Plastic Road: অন্ধকারে ফুটে উঠবে আলো, গরমে পুড়বে না পা, নতুন ধরনের নীল রাস্তা তৈরি হলো এই জেলায়

মন্ত্রী এই বিষয় জানিয়েছেন যে, ২০১১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই উলুবেড়িয়ায় উন্নয়নের কাজ চলছে জোরকদমে। যেমন উলুবেড়িয়া ষ্টেডিয়াম, উড়ালপুল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজের পর এবার বাইপাস রাস্তা। পাশাপাশি উলুবেড়িয়া শহরে একটি বৈদ্যুতিন চুল্লি নির্মাণের পাশাপাশি উলুবেড়িয়া রবীন্দ্র ভবনকে শীতাতপ নিয়ন্ত্রিতও করা হবে। রাস্তা উদ্বোধনের শুভ কাজ নারকেল ফাটিয়ে সূচনা করেন মন্ত্রী পুলক রায়। পরে বাইপাস রাস্তার এলাকা ঘুরেও দেখেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু এবং উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস আর ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান ও পূর্ত দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। বিগত মাসের ৭ ফেব্রুয়ারি সাঁতরাগাছি থেকে এই বাইপাস রাস্তার কাজের সূচনার কথা ঘোষণা করা হয়। হাওড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল উলুবেড়িয়া। এই জায়গার মানুষজন এখানকার পর্যটন কেন্দ্রগুলিতে সারা বছর ভিড় জমায়। এই রাস্তার (Uluberia Bypass) ফলে আগামীদিনে অনেকটাই সুবিধা হয় সাধারণ মানুষের।

Advertisements