The state government has suggested changes in the AC operation System: ২০২৪ এ রেকর্ড করা গরম পড়েছে ভারতবর্ষে। সমগ্র ভারত গরমের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে এসি, ফ্যানের মতন ইলেকট্রিক জিনিসের ব্যবহার। শুধুমাত্র বাড়িতে নয়, কর্মক্ষেত্রগুলিতেও এসি বা ফ্যানের চাহিদা বেড়েছে। অফিসগুলিতে বিদ্যুতের অপচয় হচ্ছে অবলীলায়। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। এই চিত্র বেশি দেখা যাচ্ছে সরকারি দপ্তরগুলিতে। বাদ নেই নবান্নও। এবার এসি চালানোর নিয়ম (AC Operating System) নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নবান্নের অফিসারদের জন্য।
সম্প্রতি একটি বৈঠকে রীতিমত ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন যথেচ্ছ ভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে নবান্নেও। কিন্তু এই হারে বিদ্যুৎ অপচয় করা কখনোই কাম্য নয়। তা সংশোধনের প্রয়োজন। নবান্নের প্রত্যেক আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে এসি ২৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে চালানো যাবে না (AC Operating System)। প্রয়োজনে অন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু বিদ্যুৎ অপচয় করা যাবে না।
সম্প্রতি নবান্নে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এছাড়াও প্রায় প্রতিটি বিভাগের মন্ত্রী, সচিব, এমনকি উচ্চ পদস্থ কর্মচারীরাও উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মন্ত্রীসহ সমস্ত আধিকারিকদের কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা হয়েছে। রীতিমত ক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রত্যেককে। প্রতিটি বিভাগীয় কাজকর্ম সম্পর্কে আলোচনা হয়েছে সেই বইঠকে। এর মধ্যে অন্যতম ছিল বিদ্যুতের অপচয়। নবান্নে বিদ্যুতের অপচয় রুখতে এসি ব্যবহারের নতুন নিয়ম (AC Operating System) নির্দিষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।
সরকারি দপ্তরগুলিতে বিদ্যুতের বিল দিন দিন বেড়েই চলেছে। সেই বিল কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন আলো, পাখার যথেচ্ছ ব্যবহার করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করে বিদ্যুতের বিল কমাতে হবে। প্রয়োজনে অন্য ব্যবস্থা গ্রহণ করতেও অসুবিধা নেই। গরমের হাত থেকে বাঁচতে প্রত্যেকটি সরকারি দপ্তরের বিল্ডিং এর মাথায় সোলার প্যানেল বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। কিন্তু ঘর ঠান্ডা করার জন্য বিদ্যুতের অপচয় না করে সৌরশক্তিকে কাজে লাগানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন এসি টেম্পারেচার 26 ডিগ্রি সেলসিয়াসের নীচে (AC Operating System) নামানো যাবে না। আলো, পাখা, এসি এই সবকিছুই ব্যবহার করতে হবে প্রয়োজন অনুযায়ী।
সেদিন বৈঠকে এসি ব্যবহারে নিয়ম (AC Operating System) ছাড়াও আরো ১ টি বিষয় নিয়ে বেশ ক্ষোভের মধ্যে পড়তে হয়েছিল সরকারি আধিকারিকদের। বিষয়টি হল জমির দখলদারি। ভূমি সংস্কারক আধিকারিক সহ রাজ্যের পুলিশ কমিশনারের উপরে ক্ষোভ প্রকাশ করতে ভোলেননি তিনি। সরাসরি জানিয়েছেন জমি বিক্রি বা কেনার জন্য কেউ যদি টাকা দাবি করে, তাহলে দেবেন না। সরকার কোন দুঃষ্কর্মের ভাগীদার হতে চায় না। এই প্রসঙ্গে বিধান নগরের জমির দখলদারি নিয়ে সৃষ্টি হওয়া সমস্যার বিষয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।