The state government has taken a big decision to eliminate the problem of traffic congestion of Maa flyover: তিলোত্তমা নগরীর সবথেকে ব্যস্ততম উড়ালপুল হল মা ফ্লাইওভার (Maa Flyover) । যা এই শহরের সবথেকে বড় উড়ালপুল। সকাল থেকেই শুরু হয়ে যায় এর ব্যস্ততা এবং অফিস যাওয়ার সময় বহু মানুষ গন্তব্যে পৌঁছনোর জন্য এই ফ্লাইওভারটি ব্যবহার করেন। স্বাভাবিকভাবে এখানে সৃষ্টি হয় যানজট যা গন্তব্যস্থলে পৌঁছাতে দেরি করিয়ে দেয়। মা ফ্লাইওভারের যানজট কাটানোর জন্যই তিনটি প্রস্তাবের বিষয়ে ভাবনা চিন্তা করছে কলকাতা পুলিশ, সূত্র মারফত এমনটাই জানা হয়েছে। সবথেকে বেশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হল মোটরসাইকেলের; তাই সকালের দিকে অফিস যাওয়ার সময় দুই চাকার নিয়ন্ত্রণে বেশি জোর দেওয়া হচ্ছে। তবে প্রস্তাবগুলো নবান্নে পাঠানোর আগে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
এই তিন ধরনের প্রস্তাব দিয়েছেন লালবাজার ট্রাফিক বিভাগের বিভিন্ন শাখা এবং স্থানীয় গার্ডরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো কিছু নেওয়া হয়নি। সকালের দিকে বিশেষ করে সাড়ে সাতটা থেকে সাড়ে নটার মধ্যে মা ফ্লাইওভারে (Maa Flyover) ‘যানজট’-এর একটা চিত্র সামনে এসেছিল। পুলিশের পক্ষ থেকে এর জন্য দায়ী করা হয়েছিল কিছু যানবাহনের গতি এবং নিয়ন্ত্রণ রাখার ক্ষমতাকে।
মা ফ্লাইওভারকে (Maa Flyover) যানজটমুক্ত করতে এবং দুর্ঘটনার সম্ভাবনাকে কমানোর জন্য বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে অন্যতম সায়েন্স সিটিতে মা ফ্লাইওভারের র্যাম্পের ক্ষেত্রে সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা এই সময়ে যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা। তবে রাজ্য সরকার এখনো তার চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি এই বিষয়ে।
প্রসঙ্গত এক আধিকারিক এই বিষয়ে বলেছেন যে, গাড়ি ইএম বাইপাস থেকে চারটি ‘রো’ হয়ে মা ফ্লাইওভারে (Maa Flyover) ওঠে। দুটি সল্টলেকের দিক থেকে এবং দুটি রুবির দিক থেকে। সবথেকে সমস্যা হল এই চারটি রো মিলিত হয়ে দুটি রাস্তায় পরিণত হয়। যার ফলে গাড়ি অত্যন্ত ধীরগতিতে এগোতে থাকে কারণ গাড়ির সংখ্যা অনেকটাই বেড়ে যায়। যদি আমরা কিছু সময়ের জন্য গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে অফিস টাইমে মা ফ্লাইওভারে গতি মসৃণ থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন ? Maa Flyover Maintenance Work: আরও সুরক্ষিত হবে মা ফ্লাইওভার! বিশেষ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন
পুলিশে তরফ থেকে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ফ্লাইওভারে স্পিড লিমিড যাচাই করা বন্ধ করার বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। এক অফিসারের কথায়, মা ফ্লাইওভারে অবশ্য এই মুহূর্তে দুটি স্পিড লিমিট লাগানো রয়েছে। মা ফ্লাইওভারে (Maa Flyover) যেসব গাড়ি চালক গাড়ি চালাচ্ছেন তারা অনেক সময় স্পিড লিমিট ক্রস না করার জন্য ধীরগতিতে গাড়ি চালান যার ফলে সৃষ্টি হয় যানজটের।
তৃতীয় প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল সকালের দিকে দুই চাকার নিয়ন্ত্রণ করা। কিন্তু আধিকারিকদের কথায় এটি অত্যন্ত কঠিন একটি কাজ হতে চলেছে এবং কতটা বাস্তবায়িত হবে তাও সন্দেহজনক। জানা গিয়েছে, সকাল এবং সন্ধ্যায় মা ফ্লাইওভারে (Maa Flyover) গাড়ির গতি নিয়ে আপডেট চাওয়া হয়েছে ফ্লাইওভারের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের থেকে। এ বিভিন্ন ধরনের প্রস্তাব প্রথমে পাঠানো হবে বিশেষজ্ঞদের কাছে। তাঁদের মতামত জানার পরেই নবান্নে পাঠানো হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।