New Airport Near Kolkata: কলকাতার কাছেই নতুন এক এয়ারপোর্ট, কোথায় তৈরীর পরিকল্পনা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে আন্তর্জাতিক বিমানবন্দর বলতে এখন কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাগডোগরা। এই দুই আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এত সংখ্যক বিমান ওঠানামা করে যা দিন দিন চাপ বাড়াচ্ছে বিমানবন্দরের। অন্যদিকে অন্ডাল বিমানবন্দরও এখন দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে।

Advertisements

এসবের মধ্যে এবার নতুন করে আরও একটি বিমানবন্দর (New Airport Near Kolkata) তৈরি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রাজ্য সরকার। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের চাপ কমানোর ক্ষেত্রে নতুন বিমানবন্দরটি তৈরি হলে তা রাজ্যের বাসিন্দাদের অনেক উপকারে আসবে। তবে নতুন বিমানবন্দর তৈরি হওয়ার ক্ষেত্রে পুরোপুরি নির্ভর করছে কেন্দ্র সরকারের অসামরিক বিমান পরিবহন দপ্তরের উপর।

Advertisements

রাজ্য সরকার রাজ্যের আরও একটি বিমানবন্দর তৈরি করার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করার পাশাপাশি জমি চিহ্নিত করা হয়েছে বলেও জানা যাচ্ছে। নতুন এই বিমানবন্দর তৈরি করার ক্ষেত্রে রাজ্য সরকার দক্ষিণ ২৪ পরগনার একটি জায়গা চিহ্নিত করেছে এবং সেই বিষয়ে জেলা প্রশাসনকেও অবগত করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এই বিষয়ে এখন কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে তা এখনো জানা যায়নি।

Advertisements

আরও পড়ুন : Car Loan: পুজোয় গাড়ি কিনবেন বলে ভাবছেন, কার লোন পেতে কেমন স্যালারির দরকার জানেন কি

নতুন বিমানবন্দর তৈরি করার পাশাপাশি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণের জন্য ৫ হাজার কোটি টাকা খরচ করা হবে কেন্দ্র সরকারের তরফ থেকে। সম্প্রসারণের কাজের পাশাপাশি নতুন টার্মিনাল গড়ে তোলা হবে। নতুন যে টার্মিনাল তৈরি করা হবে সেই টার্মিনাল তৈরি হতে প্রায় ছয় বছর সময় লাগবে বলে জানা যাচ্ছে।

কলকাতা বিমানবন্দরে যে টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে বছরে ২.৬ কোটি যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। এক্ষেত্রে সম্প্রসারণের কাজ হওয়ার পর ওই টার্মিনালে বার্ষিক ২.৮ কোটি যাত্রী ধারণ সম্ভব হবে। অন্যদিকে নতুন যে টার্মিনাল তৈরি করা হবে সেই টার্মিনালে বার্ষিক ১.১ কোটি যাত্রী ধারণ ক্ষমতা থাকবে। নতুন টার্মিনালটি ‘U’ আকৃতির করা হবে এবং এতে তিন ধরনের বিভাগ থাকবে।

Advertisements