State Government Recruitment: চাকরির ঝাঁপি খুলল রাজ্য! নিয়োগ হবে এই সকল বিভাগে, ভাগ্য খুলবে ২০০০ জনের

Antara Nag

Published on:

Advertisements

The State Government is going to do a Recruitment process for 2000 post: রাজ্যবাসীর জন্য খুশির খবর। কর্মসংস্থান বৃদ্ধিতে উদ্যোগী রাজ্য সরকার। খুব শীঘ্রই নিয়োগ করা হবে বেশ কিছু শূণ্য পদে। চাকরি-প্রার্থীদের জন্য দারুন সুযোগ নিয়ে এলো রাজ্য সরকার। স্বাস্থ্য ক্ষেত্র উন্নতির জন্য একাধিক স্বাস্থ্যকেন্দ্র, হসপিটাল তৈরি করা হয়েছে। রাজ্যে এই হাসপাতালের সংখ্যা দিন দিন বাড়ানোর চেষ্টা চলছে। হাসপাতালে সংখ্যা বাড়লে প্রয়োজন হবে কর্মীরও। তাই স্বাভাবিকভাবেই বাড়ছে শূন্য পদের সংখ্যাও। সেই স্থান পূরণ করার উদ্দেশ্যে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার (State Government Recruitment)।

Advertisements
বিভাগ

স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার (State Government Recruitment)। নিয়োগ করা হবে টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, শিক্ষক সহ প্রায় ২০ টি পদে। ভোটের জন্য যে ১৭ টি পদে নিয়োগ বন্ধ ছিল সেগুলিতেও নিয়োগ করা হবে এখন। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে খুব শীঘ্রই।

Advertisements
শূন্য পদের সংখ্যা

রাজ্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগে মোট শূণ্যপদের সংখ্যা প্রায় ২০০০। তবে এর মধ্যে সকলেই যে নতুন চাকরিপ্রার্থী তা কিন্তু নয়, নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে ১৬০০ জনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে। বাকি ৪০০ জনকে নিয়োগ (State Government Recruitment) করা হবে ভোটের জন্য নিয়োগ আটকে থাকা চাকরি প্রার্থীদের মধ্য থেকে।

Advertisements
বিভাগ অনুযায়ী শূন্য পদের সংখ্যা

রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ (State Government Recruitment) করা হবে কর্মীদের।

1. শিক্ষক: স্বাস্থ্যকর্মী নিয়োগ করলেই হবে না। প্রয়োজন সঠিক নির্দেশনারো। সেই কারণে প্রয়োজন শিক্ষকের। সেই চাহিদা পূরণ করতে ৫৫০ জন শিক্ষক এবং সহ অধ্যাপক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।
2. ফার্মাসিস্ট: সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ফার্মাসিস্টের প্রয়োজনীয়তা অনেক বেশি। সেই কারণে প্রায় ৩০০ জন ফার্মেসিস্ট নিয়োগ করতে চলেছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর।
3. টেকনোলজিস্ট: মেডিকেল টেকনোলজিস্ট পদটিও স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোট ৭ ধরনের মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হতে পারে। এর মধ্যে রয়েছে ক্যাথল্যাব, ওটি, ইউএসজি, ডায়ালোসিস ইত্যাদি। এই পদে নিয়োগ করা হবে প্রায় ৭০০ জন কর্মীকে।

আরও পড়ুন ? Hero Motorbike Scooty Price: সস্তার দিন শেষ, এবার দামি হতে চলেছে হিরোর মোটরবাইক, স্কুটি! এত টাকা দাম বাড়ছে জুলাইয়েই

4. অন্যান্য বিভাগ: এছাড়াও ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্টের মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে প্রায় ৪৫০ জনকে।

আবেদন প্রক্রিয়া

কর্মী নিয়োগ (State Government Recruitment) করার ঘোষণা করা হলেও, এখনো পর্যন্ত আবেদনপত্র বা সেই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি সরকারের পক্ষ থেকে। তবে ১ মাসের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবেদন পদ্ধতির সময়সীমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করা থাকবে সেই বিজ্ঞপ্তিতে। আবেদনকারীদের রাজ্য স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisements