Ashoknagar ONGC: এতদিন পর কাটল অশোকনগর ওএনজিসির জট, রাজ্য সরকারের কাছ থেকে মিলল কাজ শুরুর অনুমতি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Ashoknagar ONGC: পশ্চিমবঙ্গের তেলের খনির পিছনে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার ১০৪৫.৬ কোটি টাকা ব্যয় করেছে। ২০০৯ সালে প্রথম অশোকনগরের মাটিতে তেলের ব্লক খুঁজে পায় ওএনজিসি। তারপর ২০২০ সালের ২০ শে আগস্ট বাইগাছি মৌজায় প্রাকৃতিক তেল ও গ্যাসের সন্ধান পেয়েছিল ওএনজিসি। পেট্রোলিয়াম যেকোন দেশেরই প্রাকৃতিক সম্পদ। যদি খননকার্যের ফলে মাটি থেকে তেলের সন্ধান পাওয়া যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আয় হতে পারে ৮১২৬ কোটি টাকা। তবে সূত্রের খবর অনুযায়ী, শুধুমাত্র অশোকনগর নয় রানাঘাট, কাঁকপুল প্রভৃতি অঞ্চলেও ৯৯.০৬ বর্গকিমি জায়গা জুড়ে খনিজ তেলের বিপুল ভান্ডার রয়েছে।

Advertisements

অশোকনগর-নৈহাটি রোডের ধারে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাইগাছি এলাকা। এখানে মেইন রাস্তা থেকে হাফ কিলোমিটার দূরে ওএনজিসি (Ashoknagar ONGC) প্রকল্পের প্লান্ট অবস্থিত। ২০২০ সালে এখানে ২২০০ মিটার নিচে একটি কূপ থেকে প্রথম খনিজ তেল উত্তোলন শুরু হয়। তবে ওএনজিসির তেল উত্তোলনের জন্য আরো জমির প্রয়োজন ছিল এবং কিছু মাইনিং লিজ দরকার ছিল। তবে সেসময় কিছু ঝামেলা হওয়ার দরুন প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায় পুরোপুরি।

Advertisements

মূলত পেট্রোলিয়াম, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস যে রাজ্যের মাটির তলায় থাকে, সেই রাজ্যের কাছ থেকে প্রথমে কেন্দ্রকে অনুমতি নিতে হয়। এই জন্যই রাজ্যের কাছে অশোকনগরের (Ashoknagar ONGC) পেট্রোলিয়াম মাইনিং লিজ নিতে এতদিন অব্দি ১৯টি চিঠি পাঠানো হয়ে গেছে কেন্দ্রের। এর মধ্যে থেকে ১৪টি চিঠি পাঠিয়েছিল ওএনজিসি। এদিকে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকও ৩টি চিঠি পাঠিয়েছিল রাজ্য সরকারকে। এছাড়া বাকি ২টি চিঠি পাঠিয়েছিলেন ডিরেক্টরেট জেনারেল অফ হাইড্রোকার্বন।

Advertisements

আরও পড়ুন: শুধু রেল নয়, এবার জাহাজ নির্মাণেও নাম কামাবে টিটাগড়, নয়া সিদ্ধান্তের ঘোষণা করল কোম্পানি

তবে কোনো চিঠিরই নাকি উত্তর দেওয়া হয়নি রাজ্যের তরফ থেকে। এই জন্যই অশোকনগর থেকে তেল উত্তোলন এতদিন যাবত সম্ভব হচ্ছিল না। তবে এবার সমস্ত জট কাটবে বলে আশা করা যাচ্ছে। সদ্যই সমাপ্ত ঘটল বিশ্ব বাংলা শিল্প সম্মেলনের। এই দিন মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, তেল উত্তোলনকারী সংস্থাকে ১ টাকার বিনিময়ে ১৫ একর জমি দেওয়া হবে। এরপর থেকেই তেল উত্তোলনে তৎপর হয়েছে ওএনজিসি (Ashoknagar ONGC)।

২০০৯ সালে প্রথম অশোকনগরে (Ashoknagar ONGC) মাটির তলায় তেলের ব্লক খুঁজে পেয়েছিল ওএনজিসি। এরপর দীর্ঘদিন ধরে চলে অনুসন্ধান এবং গবেষণা। অবশেষে ২০১৮ সালের ২০ শে আগস্ট বাইগাছি মৌজায় প্রাকৃতিক তেল এবং গ্যাসের সন্ধান পায় ওএনজিসি। এরপর ২০১৯ সালের ৮ই ফেব্রুয়ারি থেকেই তেল খনন কার্যের কাজ শুরু করে ওএনজিসি।

Advertisements