New Govt Bus: বেসরকারি বাসের ভরসার দিন শেষ! বড় পরিকল্পনা রাজ্যের, নিমেষেই মিলবে সরকারি বাস

Prosun Kanti Das

Published on:

Advertisements

The government is going to put New 700 Bus on the road in the state: আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও গণ পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো ট্রেন। প্রতিদিন অগণিত মানুষ ট্রেনের সাহায্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করেন। তবে গণপরিবহন ব্যবস্থায় ট্রেন গুরুত্বপূর্ণ হলেও পিছিয়ে নেই বাস। কারণ বহু মানুষ নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেছে নেন সরকারি-বেসরকারি বিভিন্ন ধরনের বাসকে। আমাদের রাজ্যে বেসরকারি বাস মোটামুটি পাওয়া গেল বিভিন্ন রুটে সরকারি বাসের সংখ্যা তুলনামূলক কম। এ কারণেই বাসের উপর নির্ভরশীল যাত্রীদের নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এবার সাধারণ মানুষের এই অসুবিধা দূর করতে বিশেষ তৎপর হয়ে উঠেছে রাজ্য পরিবহন দপ্তর। কারণ রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাত্রী সুবিধার্থে আরো নতুন সরকারি বাস (New Govt Bus) রাস্তায় নামাতে চলেছে সরকার।

Advertisements

বিশেষ সূত্র মারফত জানা গেছে সব মিলিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৩০০ টি নতুন বাসকে (New Govt Bus) রাস্তায় নামানো হবে। সেই সঙ্গে আরো ৪০০ বাস, যেগুলি মেরামতের অভাবে অনেক সময় অচল হয়ে থাকতো সেগুলিকে নতুন করে মেরামত করা হবে এবং রাস্তায় নামানোর কাজ তাড়াতাড়ি শুরু করা হবে। পরিবহন দপ্তরের সূত্রে জানা গেছে এই বাসগুলিকে চালানোর জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোট বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ভোটের কারণে জনসংযোগ কর্মসূচি ইতিমধ্যেই চালু করে দিয়েছেন। এ কারণে চলতি মাসে বিভিন্ন জেলায় সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। জানা গেছে বিভিন্ন জেলার সফরে এই বয়সগুলোর উদ্বোধন ও তিনি করতে পারেন।

Advertisements

নতুন এই বাসগুলি (New Govt Bus) দ্রুত চালাতে তৎপর হয়ে উঠেছে রাজ্য পরিবহন দপ্তর। এ বিষয়ে ইতিমধ্যেই ডব্লুবিটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি বিভিন্ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে। রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ২৭৫ তে নতুন বাস আগে রাস্তায় নামানো হচ্ছে। বাকি বাসগুলিকে এরপর ধাপে ধাপে আনা হবে এবং সেই সঙ্গে তাল মিলিয়ে পুরনো বাসগুলিকে মেরামত করে ফিরিয়ে আনা হবে। সরকারি যে বাসগুলি দীর্ঘদিন ধরে ডিপোতে পড়ে আছে এবং সংস্কারের অভাবে রাস্তায় চালানো সম্ভব হচ্ছে না যত শীঘ্রই সম্ভব সেগুলির মেরামতির ব্যবস্থা করা হচ্ছে পরিবহন দপ্তরের তরফ থেকে।

Advertisements

আরও পড়ুন ? Bus Kolkata: কলকাতায় বাস চালাতে গেলে এবার মানতেই হবে এই নিয়ম! কড়া বার্তা আদালতের

বিভিন্ন জেলায় এই বাসগুলি চালু হলে স্বাভাবিক ভাবেই পরিবহন ব্যবস্থার আরো উন্নয়ন হবে বলেই আশা করা যাচ্ছে। রাজ্য পরিবহন দপ্তরের সূত্রে জানা গেছে জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকা গুলির যোগাযোগ ব্যবস্থা কে আরো উন্নত করে তুলতে পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে বেশ কয়েকটি নতুন রুটে বাস (New Govt Bus) চালু করার ভাবনা চিন্তা করা হয়েছে। জেলা সফর চলাকালীন মুখ্যমন্ত্রী নিজেই সেগুলির উদ্বোধন করবেন। বর্তমান রাজ্য মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকা দীর্ঘদিন ধরে পরিবহন দপ্তরকে সামলেছেন। রাজ্যের পরিবহন ক্ষেত্রে ওয়েভার স্কিম চালু করার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন। আশা করা যাচ্ছে নতুন বাস গুলি চালু হলে রাজ্যে মোট চলা বাসের সংখ্যা হবে ৩ হাজার। আর এই মাসগুলি বিভিন্ন রুটের যাত্রীদের পরিবহন ক্ষেত্রে নানাভাবে উপকৃত করবে।

Advertisements