Biometric attendance: সরকারি কর্মীদের উপস্থিতি নিয়ে কড়া সিদ্ধান্ত নিল নবান্ন, কি হলো নতুন পদ্ধতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Biometric attendance: বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি গত বছর থেকেই চালু হয়ে গিয়েছিল অর্থদপ্তরে। বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পাশাপাশি কর্মীদের সেই পুরনো খাতাতে সই করার ব্যবস্থাও প্রচলিত ছিল। সেই নিয়মের ক্ষেত্রেই বিশেষ পরিবর্তন আনলো নবান্ন। কারণ অধিকাংশ কর্মী নানা অজুহাতে বায়োমেট্রিক পদ্ধতি এড়িয়ে গিয়ে শুধুমাত্র সই করতো খাতাতে। রাজ্য সরকারের পদক্ষেপে এবার আর নিস্তার নেই সরকারি কর্মীদের।

Advertisements

নবান্ন কড়া সিদ্ধান্ত নিল যে এবার থেকে শুধুমাত্র বাধ্যতামূলক করা হবে বায়োমেট্রিক হাজিরা। তুলে দেওয়া হলো খাতায় সই করার সমস্তরকম ব্যবস্থা। সম্প্রতি অর্থদপ্তরের কর্মীদের জন্যে এমনই নির্দেশিকা জারি করেছেন রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার। বায়োমেট্রিক পদ্ধতি (Biometric attendance) এবার থেকে আর ফাঁকি দেওয়া যাবে না।

Advertisements

আরো পড়ুন: এবার আরও সহজ সিউড়ি থেকে বর্ধমানের পথ এলো নতুন বাস পরিষেবা

খাতায় সই করার পদ্ধতি তুলে দিয়ে বায়োমেট্রিক পদ্ধতির ওপর জোর দিল নবান্নের অর্থদপ্তর। কর্মীদের হাজিরার হিসাব নিতে এবার বাধ্যতামূলক করা হলো বায়োমেট্রিক পদ্ধতি(Biometric attendance)। নবান্নের অর্থদপ্তরে গত বছরই এই পদ্ধতি চালু হয়ে গিয়েছিল। কিন্তু কর্মীদের মধ্যে বায়োমেট্রিক ব্যবহার করার যে অনিহা দেখা যাচ্ছিল তার জন্যই এই কড়া পদক্ষেপ। বায়োমেট্রিক এড়িয়ে গিয়ে শুধুমাত্র খাতায় সই করছিল সরকারি কর্মীরা। সকলে বায়োমেট্রিক ব্যবহার না করায় মাসের শেষে কর্মীদের হাজিরা সংক্রান্ত রিপোর্ট বানাতে খুব অসুবিধা হচ্ছিল। এবার থেকে সেসব সমস্যা একেবারেই ঘুচিয়ে দিল নবান্নের অর্থদপ্তর।

Advertisements

আরো পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া খবর! ডিসেম্বরেই বাড়তে পারে মহার্ঘ ভাতা, কত শতাংশ হবে

অর্থদপ্তরের কর্মীদের একাংশ বলেছে যে, যদি বায়োমেট্রিক মেশিন(Biometric attendance) কখনো খারাপ হয় কিংবা মেশিনে ডেটা আপলোড করতে সমস্যা হয় তখনই বিকল্প পদ্ধতির কথা ভাবা হয়। সেই সময়টুকু খাতায় সই করতে হয়। এমন বহু সরকারি কর্মী আছেন যারা অন্য দপ্তর থেকে বদলি হয়ে নবান্নে এসেছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতি হওয়ার ফলে তারা এখানে এসেছে এবং কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। নবান্নের অর্থ দপ্তর এই কারণেই এই নয়া নিয়ম চালু করল।

সরকারের জারি করা নির্দেশে বলা হয়েছে যে, নবান্নে অর্থদপ্তরের সব বিভাগ এবং শাখার সর্বস্তরের কর্মীদের জন্য একমাত্র বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরাই ‘গ্রহণযোগ্য’ হবে। বদলি কিংবা পদোন্নতির জন্য যারা এখানে এসে যোগ দেবেন তাদের যোগ দেওয়ার দিনই বায়োমেট্রিক সংক্রান্ত কাজ করে নিতে হবে। আবার যারা নবান্ন থেকে অন্য কোন দপ্তরে চলে যাবেন তাঁদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করার কথা আগাম জানাতে হবে।

Advertisements