কত দূরে রয়েছে ট্রাম, জানা যাবে অ্যাপে, আসছে নতুন পরিষেবা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কলকাতার ঐতিহ্যবাহী পরিষেবা হলো ট্রাম। এই ঐতিহ্যবাহী পরিষেবা যাতে বন্ধ না হয় তার জন্য গত বুধবার শহরের ব্রিটিশ হাইকমিশনার আয়োজিত পরিবেশ সংক্রান্ত আলোচনা সভায় পরিবেশ কর্মী এবং গণপরিবহণ বিশেষজ্ঞরা দাবি তুলেছিলেন।

Advertisements

এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর। বৈঠকে তিনি বেশ কয়েকটি ট্রাম রুট পুনরায় চালু করার কথা জানিয়েছে। তিনি জানান, রাজাবাজার-বিধাননগর রোড, খিদিরপুর-ময়দান রোড রুট চালু করা নিয়ে আলোচনা হচ্ছে।

Advertisements

কলকাতার ঐতিহ্য ট্রাম হলেও অধিকাংশ রুট বন্ধ হয়ে গিয়ে এখন কেবলমাত্র একটি রুটে এই ট্রাম যাতায়াত করে। তবে অন্যান্য রুটে ট্রাম্প পরিষেবা চালু করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার পরিপ্রেক্ষিতে যে পরিকল্পনার কথা শোনা যাচ্ছে তা ট্রাম প্রেমীদের কাছে সুখবর। এর পাশাপাশি আরও একটি সুখবর হলো নতুন অ্যাপ।

Advertisements

বর্তমানে কলকাতার বুকে যে একটি রুটে ট্রেন চলাচল করে সেই রুটটি হলো বালিগঞ্জ থেকে টালিগঞ্জ। এবার এই ট্রামের বেশ কয়েকটি রুট পুনরুজ্জীবিত করার পাশাপাশি নতুন অ্যাপ পরিষেবা আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। যে অ্যাপ পরিষেবার মধ্য দিয়ে ট্রামের সময় এবং পরবর্তী ট্রাম কত দূরে রয়েছে তা জানা যাবে।

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, “বর্তমানে ট্রামের রুট অনেক কমে গিয়েছে। সেইসঙ্গে ট্রামের সংখ্যা কমেছে বলে যাত্রীরা নির্দিষ্ট সময় জানতে পারছেন না। যাত্রীরা সমস্যায় পড়ছেন তাদের সেই কথা মাথায় রেখেই অ্যাপ চালু করার চিন্তা-ভাবনা করা হচ্ছে।”

গত কয়েক বছরে দেখতে দেখতে ট্রামের সংখ্যা একটিতে এসে ঠেকলেও এই প্রাণ পরিষেবাকে একেবারেই বন্ধ করে দিতে চাইছে না রাজ্য পরিবহণ নিগম, তার নতুন অ্যাপ আনার পরিকল্পনা গ্রহণ করার পরিপ্রেক্ষিতে স্পষ্ট। বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে এই ঐতিহ্যবাহী পরিষেবাকে।

Advertisements