শিক্ষিত রাজ্যের নিরিখে ফের প্রথম কেরল, দেখে নিন পশ্চিমবঙ্গের স্থান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : শিক্ষিত রাজ্যের নিরিখে বরাবর দেশে প্রথম স্থান দখল করে রয়েছে কেরল। আর সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও তারা প্রথম স্থানে রইলো। বর্তমানে কেরলের শিক্ষার হার পৌঁছে গেছে ৯৬.২ শতাংশে। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। আর শিক্ষার হারের নিরিখে সবথেকে পিছিয়ে পড়া রাজ্যের তকমা পেল অন্ধ্রপ্রদেশ।

Advertisements

Advertisements

২০১৭-১৮ সালের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের শিক্ষার উপর তৈরি রিপোর্ট অনুযায়ী বিশেষ উল্লেখযোগ্য যে দেশের উত্তরের তুলনায় দক্ষিণের রাজ্য যেমন শিক্ষার বিচারে সবথেকে বেশি এগিয়ে, ঠিক তেমনই দক্ষিণের রাজ্যই শিক্ষার নিরিখে সবার পিছনে। অর্থাৎ সবার প্রথমে যেমন রয়েছে কেরল, ঠিক তেমনই সবার শেষ রাজ্য হিসেবে রয়েছে অন্ধ্রপ্রদেশ। আর এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কত নম্বরে তা জানতে অবশ্যই উদগ্রীব আমরা।

Advertisements

তবে এর আগে জেনে রাখা ভালো যে দেশের ৭টি রাজ্য যারা তথাকথিত উন্নত রাজ্যের তকমা ধরে রেখেছে সেই সকল ৭টি রাজ্যের শিক্ষার হার শোচনীয়। উদাহরণস্বরূপ অবশ্যই অন্ধ্রপ্রদেশের নাম প্রথমে আসে। বর্তমানে অন্ধ্রপ্রদেশের শিক্ষার হার বিহারের থেকেও পিছিয়ে পড়েছে।

সদ্য প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের রাজ্যগুলির শিক্ষার হার

১) কেরল : ৯৬.২%। এই রাজ্যে শিক্ষার হার বেড়েছে ২.২ শতাংশ।

২) দিল্লি : ৮৮.৭%। গতবারের রিপোর্ট এর তুলনায় এই রাজ্যের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১১.৩%।

৩) উত্তরাখণ্ড : ৮৭.৬%। শিক্ষার হয় গত রিপোর্ট এর তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৩.৬%।

৪) হিমাচল প্রদেশ : ৮৬.৬%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১২.৪%।

৫) আসাম : ৮৫.৯%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ৮.৯%।

৬) মহারাষ্ট্র : ৮৪.৮%। এই রাজ্যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১২.৩%।

৭) পাঞ্জাব : ৮৩.৭%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১০%।

৮) তামিলনাড়ু : ৮২.৯%। এই রাজ্যের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১০%।

৯) গুজরাত : ৮২.৪%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৪.৭%।

১০) পশ্চিমবঙ্গ : শিক্ষার হারের নিরিখে দশম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে শিক্ষার হার ৮০.৫%। পশ্চিমবঙ্গে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ৮.৭%।

১১) হরিয়ানা : ৮০.৪%। হরিয়ানাতে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৬.৭%।

১২) ছত্তিশগড় : শিক্ষার হার ৭৭.৩%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৬.৭%।

১৩) জম্মু-কাশ্মীর : শিক্ষার হার ৭৭.৩%। এখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৭.৭%।

১৪) ওড়িশা : ৭৭.৩%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৩.৭%।

১৫) কর্ণাটক : ৭৭.২%। এখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১২.৯%।

১৬) ঝাড়খন্ড : ৭৪.৩%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৮.৩%।

১৭) মধ্যপ্রদেশ : ৭৩.৭%। শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৫.৭%।

১৮) উত্তর প্রদেশ : ৭৩%। উত্তরপ্রদেশের শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৮.৪%।

১৯) তেলেঙ্গানা : ৭২.৮%। এখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৫.৪%।

২০) বিহার : ৭০.৯%। বিহারে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্যভাবে। বৃদ্ধির হার ১৯.২%।

২১) রাজস্থান : ৬৯.৭%। শিক্ষার হার বৃদ্ধির বিচারে দেশে সর্বোচ্চ স্থানে রয়েছে রাজস্থান। এখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ২৩.২%।

২২) অন্ধ্রপ্রদেশ : ৬৬.৪%। দেশের মধ্যে শিক্ষার নিরিখে সবথেকে পিছিয়ে পড়া রাজ্য অন্ধ্রপ্রদেশ হলেও এখানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৩.৯%।

অন্যদিকে বর্তমান রিপোর্ট অনুযায়ী গোটা দেশে শিক্ষার হার ৭৭.৭%। দেশে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে ১৪.৪%, যা অবশ্যই উল্লেখযোগ্য।

Advertisements