বদলে যাচ্ছে প্রতিটি রেল স্টেশনের নামের বোর্ড, যাত্রী সুবিধা বাড়াতে নতুন ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : ট্রেনের (Train) উপর নির্ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। যে কারণে ভারতীয় রেল (Indian Railways) ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের মেরুদণ্ড হয়ে উঠেছে। ভারতীয় রেল যেমন যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক সেই রকমই রেলের তরফ থেকেও যাত্রীদের কথা মাথায় রেখে প্রতিনিয়ত নানান পরিবর্তন আনা হচ্ছে।

ঠিক সেই রকমই এবার রেলের তরফ থেকে দেশের প্রতিটি স্টেশনের নামের বোর্ড থেকে শুরু করে স্টেশনে যাত্রীদের ঢোকা-বেরোনোর পথের সঙ্কেত, ট্রেন বদলের জায়গা, প্রতীক্ষালয় থেকে শুরু করে আপৎকালীন পথের নির্দেশিকা সমেত সব কিছুই নতুন করে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) পরিকল্পনা নিয়ে একটি রূপরেখার কথা জানিয়েছেন।

যাত্রী সুবিধার কথা মাথায় রেখে রেলের তরফ থেকে স্টেশনে থাকা নামের বোর্ড এমনভাবে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে স্টেশনে ট্রেন দাঁড়ালে যেন প্রতিটি কামরা থেকে অন্তত একটি বোর্ড দেখা যায়। এছাড়াও নির্দেশিকাই বলা হয়েছে স্টেশনে থাকা নামের বোর্ডগুলি হতে হবে ১ মিটার ব্যাসের। বৃত্তাকার ওই বোর্ডের উপরে অর্ধেক থাকবে গেরুয়া রং। মাঝখানে আয়তাকার মোটা নীল রঙের উপর তিনটি ভাষায় লেখা থাকবে স্টেশনের নাম।

স্টেশনের নাম থাকার ক্ষেত্রে সবার উপরে থাকবে আঞ্চলিক ভাষা এবং তারপর অর্থাৎ মাঝে হিন্দী ও নিচে থাকবে ইংরেজি। বোর্ডের নিচে থাকবে সবুজ রং। যাত্রীরা যাতে সহজেই সেই বোর্ড দেখতে পান তার জন্য প্ল্যাটফর্ম থেকে দু’মিটার উঁচুতে তা থাকতে হবে। একইভাবে নির্দেশিকাই বলা হয়েছে ভিডিয়ো স্ক্রিন এবং এলইডির মাধ্যমে বিভিন্ন রং ব্যবহার করে বিভিন্ন ট্রেনের নাম এবং কোচ সংখ্যার উল্লেখ থাকতে হবে।

এছাড়াও অন্যান্য সংকেতের ক্ষেত্রেও গোটা দেশ জুড়ে একই রকম সাংকেতিক ব্যবহার করা হবে এবং রংয়ের ক্ষেত্রেও তাই। সবকিছুর জন্য ইতিমধ্যেই রেলের তরফ থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যেমন স্টেশন থেকে বাইরে যাওয়ার পথের ক্ষেত্রে যে বোর্ড ব্যবহার করা হবে তা গাঢ় নীলের উপর হলুদ রঙ দিয়ে লেখা থাকবে। আপাতকালীন পথের নির্দেশিকার বোর্ড হবে গাঢ় সবুজের উপর সাদা রং দিয়ে। একইভাবে প্রতীক্ষালয়, ভিআইপি লাউঞ্জ, খাবার জায়গা-সহ যাত্রী স্বাচ্ছন্দ্য সংক্রান্ত বিভিন্ন বন্দোবস্ত রয়েছে এমন জায়গায় সাংকেতিক বোর্ড হবে কমলা রঙের উপর সাদা দিয়ে লেখা।