দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো কোন কোন স্টেশনে স্টপেজ দেবে! দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের মেট্রো রেলের (Metro Rail) সূচনা হয়েছিল কলকাতাতেই। এরপর ধাপে ধাপে অন্যান্য শহরেও পৌঁছে যায় মেট্রো রেল পরিষেবা। দেশের প্রথম মেট্রো পরিসেবার মত এবার দেশের প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল পরিষেবা চালু হচ্ছে পশ্চিমবঙ্গেই। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো রেল পরিষেবা চালু হতে চলেছে, সেই মেট্রো রেল গঙ্গার নিচে দিয়ে দৌড়াবে তা অধিকাংশ মানুষেরই কাছেই খবর পৌঁছে গিয়েছে।

Advertisements

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে মেট্রো রেল পরিষেবা শুরু হতে চলেছে সেটি ইস্ট ওয়েস্ট মেট্রো রেল করিডরের অংশ। খুব তাড়াতাড়ি এই পরিষেবা শুরু করার জন্য এখন শেষ মুহূর্তের কাজ জোর কদমে চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে বকেয়া যে কাজ রয়েছে তা দ্রুত শেষ করে ফেলা হবে। এর পাশাপাশি এই প্রকল্পের কাজ কত দ্রুতগতিতে চলছে তা দেখার জন্য বারবার আধিকারিকদের তরফ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Advertisements

ইস্ট ওয়েস্ট মেট্রো রেল করিডরের অংশ হিসাবে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা ডিসেম্বর মাসেই শুরু হওয়ার কথা গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল। ডিসেম্বর মাসে এই পরিষেবা শুরু করে দেওয়ার জন্য ইতিমধ্যেই সফলভাবে ট্রায়াল রান হয়ে গিয়েছে। এখন শুধু রেল কর্তৃপক্ষের গ্রিন সিগন্যালের অপেক্ষা। যদিও ডিসেম্বর মাসে এই পরিষেবা শুরু হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Advertisements

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো রেল পরিষেবা তিনটি রেলওয়ের মাধ্যমে মসৃণভাবে দেওয়া হবে বলে জানা যাচ্ছে মেট্রো রেল সূত্রে। এর জন্য কর্তৃপক্ষ যাতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করে তার জন্য নির্দেশ দিয়েছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং সিইও জয়া বর্মা সিনহা। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিলোমিটার মেট্রো পরিষেবা চালু হলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন এবং তারা নিমেষে হাওড়া স্টেশন থেকে পৌঁছে যেতে পারবেন তিলোত্তমায়।

ডিসেম্বর মাসে যদি এই মেট্রো পরিষেবা শুরু হয় তাহলে কোন কোন স্টেশনের স্টপেজ দেবে? ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের শিয়ালদা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মোট আটটি স্টপেজ রয়েছে। যেগুলির মধ্যে শিয়ালদা এবং সেক্টর ফাইভ ছাড়া রয়েছে ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী। অন্যদিকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা যুক্ত হলে আরও চারটি স্টেশন যুক্ত হয়ে যাবে। সেই চারটি স্টেশন হলো হাওড়া ময়দান, হাওড়া স্টেশন কমপ্লেক্স, মহাকরণ স্টেশন এবং এসপ্ল্যানেড।

Advertisements