নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় নাগরিকদের কাছে আধার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে পরিগণিত হয়েছে। এই আধার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হওয়ার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে নানান জালিয়াতি রুখে দেওয়ার জন্য। অন্যান্য একাধিক পরিষেবার পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও আধার লিঙ্ক আবশ্যিক হিসাবে ঘোষণা করা হয়েছে। অন্যথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এমনটাই জানানো হয়েছে।
এই পরিস্থিতিতে যে সকল গ্রাহকদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক নেই তাদের আধার লিঙ্ক করিয়ে নেওয়া অত্যন্ত জরুরী। পাশাপাশি অনেকেই দ্বিধায় আছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক আছে তো? তবে একটি উপায় রয়েছে যেখানে সহজেই বোঝা যাবে আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা।
আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে কিনা তা বোঝার জন্য গ্রাহকদের যেতে হবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটের https://resident.uidai.gov.in/bank-mapper লিঙ্কে। সেখানে গিয়ে নির্দিষ্ট জায়গায় দিতে হবে নিজের আধার কার্ডের ১২ ডিজিট নম্বর। তারপর নির্দিষ্ট জায়গায় দিতে হবে ক্যাপচা কোড। এরপর ‘Send OTP’ বটনে ক্লিক করতে হবে। আধার নম্বরের সাথে থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে, যে ওটিপিটি নির্দিষ্ট জায়গায় দিয়ে ‘Submit’ করতে হবে।
এর পরেই নতুন একটি পেজ খুলে যাবে। যেখানে উল্লেখ করা থাকবে আপনার আধার নম্বর কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে। যদিও এক্ষেত্রে ব্যাঙ্কের নাম উল্লেখ থাকলেও অ্যাকাউন্ট নম্বর উল্লেখ থাকবে না।