Stay at Darjeeling Labor Welfare Holiday Home only rupees 300: শীত কি গ্রীষ্ম কোনো মরশুমই দমিয়ে রাখতে পারে না ভ্রমণপ্রেমী মানুষদের। কর্ম থেকে ছুটি পেলেই পাড়ি দেয় বিভিন্ন পর্যটক গন্তব্যে। দু-একদিনের হলে কাছাকাছি কোনো ভ্রমণ স্থানে অথবা দীর্ঘ ছুটি পেলেই ছুটে যায় পাহাড় বা সমুদ্রে। তেমনি একটি অন্যতম পর্যটন কেন্দ্র হল দার্জিলিং। যে ভ্রমণস্থান বাঙালির ভ্রমণ তালিকার শীর্ষে অবস্থান করে। ছুটির সময় গেলে বিপদে পড়তে হয় পর্যটকদের। মেলে না থাকার জায়গা। যদি বা মেলে তাও আবার ভাড়া প্রচুর। তবে আর সেই চিন্তা নয়, এবারে দার্জিলিংয়ে হোটেল (Labour Welfare Holiday Home) পাওয়া যাবে সস্তায়। পাশাপাশি মিলবে উন্নত মানের খাওয়া-দাওয়া সহ বিশেষ সুবিধা।
দার্জিলিং এমন একটি স্থান যেখানে প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা থাকে। তবে একটা সময় এই স্থানে সমাগম ঘটে বহু পর্যটকের। ফলে হোটেল পাওয়া দুষ্কর হয়ে ওঠে। পাশাপাশি হোটেল পেলেও তার ভাড়া হয় অনেকটাই। তবে এবার সেই চিন্তার অবসান ঘটাতে রাজ্য চালু করলো সস্তার হলিডে হোম। পুজোর ছুটি হোক গরমের ছুটি বা বড়দিন যেকোনো অবসর সময়েই পাওয়া যাবে এই সস্তার দার্জিলিং হোটেল (Labour Welfare Holiday Home)। ভাড়া কম হলেও পর্যটকদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। কি কি থাকছে?
খবর রয়েছে দার্জিলিংয়ের এই হলিডে হোমে মোট রুম রয়েছে ১৩টি। যার মধ্যে রয়েছে ২ শয্যা রুম বা ৪ শয্যা রুম। পাশাপাশি ৮ শয্যাযুক্ত ডরমিটরিও অ্যাভেলেবল রয়েছে এখানে। ফলে সবকিছু মিলিয়ে হিসেব বলছে প্রতিদিন এই হলিডে হোমে থাকতে পারবেন সর্বোচ্চ ৬৫ জন ব্যক্তি। শুধু থাকা নয়, এখানে উন্নত মানের খাবারের ব্যবস্থাও রয়েছে। এই হলিডে হোমের নিজস্ব ক্যান্টিন বা রেস্তোরাঁ রয়েছে। যেখান থেকে বিভিন্ন ধরনের খাবার পেতে পারবেন পর্যটকরা। তাও আবার সস্তায়। পাওয়া যাবে বাঙালি খাবারও।
ফলস্বরূপ দার্জিলিং ঘুরতে আসার পরিকল্পনা মানেই যে প্রচুর পরিমাণ খরচ তা কিন্তু নয়। এবার থেকে কম খরচেই ঘুরে আসা যাবে দার্জিলিং নামক পর্যটন কেন্দ্র থেকে। তবে দার্জিলিংয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করলে আগে থেকে এই দার্জিলিং হোটেল বুক করতে হবে। তবেই কম খরচে আনন্দ উপভোগ করা যাবে।
নতুন বছরে এই সস্তার হোটেল চালু করেছে রাজ্য লেবার ওয়েলফেয়ার বোর্ড। মূলত শ্রমিকদের জন্যই এই হলিডে হোম চালু করা হয়েছে। তবে পাশাপাশি পর্যটকরাও এই হলিডে হোমের সুবিধা পেতে পারবেন। তার জন্য আগে থেকে বুকিং করতে হবে। এই হলিডে হোমে থাকার খরচ হলো মাথাপিছু ৩০০ টাকা। তবে শ্রমিকদের ক্ষেত্রে তা ১০০ টাকা। গত ৭ই জানুয়ারি ২০২৪, রবিবারে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এই দার্জিলিং হলিডে হোমটি (Labour Welfare Holiday Home) নতুন কোনো পরিকল্পনা বা সংস্কার নয়। পূর্বে এটি চালু ছিল তবে দীর্ঘদিন বন্ধ হয়ে পড়ে থাকে। পরবর্তীতে শ্রমমন্ত্রী মলয় ঘটক এই হোমটি সংস্করণ করে গত রবিবার উদ্বোধন করেন। এই ধরনের হলিডে হোম রয়েছে পর্যটন কেন্দ্র দীঘাতেও। সেখানে বেশ ভালই সাড়া ফেলেছে এই বিশেষ ব্যবস্থা। দার্জিলিংয়ে কেমন সাড়া ফেলবে? তারই অপেক্ষায় রাজ্য লেবার ওয়েলফেয়ার বোর্ড।