Youth Hostel Digha: মোটা টাকা খরচের দিন শেষ! দীঘায় মাত্র ২২৫ টাকায় হোটেল, বড় ব্যবস্থা রাজ্য সরকারের

Prosun Kanti Das

Published on:

Stay in the Digha State Government Youth Hostel for just 225 rupees: বাঙালির ঘোরার তালিকায় সর্বদাই একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে দীঘা। ভ্রমণপ্রিয় বাঙালি যখনই অল্পদিনের ছুটি পেয়েছে তখনই তারা বেছে নিয়েছে দীঘার সূর্যাস্ত এবং সূর্যোদয়কে। স্বল্প খরচে এবং অল্প সময়ে এর থেকে ভালো ঘোরার জায়গা আর হতে পারে না। সমুদ্রপারের ফুরফুরে বাতাস মন এক নিমেষেই ভালো করে দেয়। কাজের ব্যস্ততা এবং একঘেয়ে জীবন থেকে একটু মুক্তি চাইলে চট করে চলে আসা যায় হাতের নাগালের এই জায়গাটিতে। বছরের বেশিরভাগ সময় এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তবে আজকের প্রতিবেদনে পর্যটকরা পেতে চলেছেন দুর্দান্ত সুখবর (Youth Hostel Digha)।

দীঘায় ঘুরতে গেলে এখন থেকে আর থাকার খরচ নিয়ে ভাবতে হবে না পর্যটকদের। সাধারণত বেসরকারি হোটেলগুলোর থাকার খরচ খুবই বেশি। তাই যাদের পকেটের টানাটানি রয়েছে তবুও চাইছেন দু-একদিনের জন্য একটু খোলা আকাশের নিচে সময় কাটাতে তাদের জন্য আজকের প্রতিবেদনটি একেবারেই আদর্শ। বাঙালির সাধ এবং সাধ্যকে একেবারে মিলিয়ে দিয়েছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে গড়ে উঠেছে যুব আবাস বা ইয়ুথ হোস্টেল (Youth Hostel Digha)। তাই কম খরচে দীঘা ঘুরতে যাবার এই আকর্ষণীয় সুযোগ আর হাতছাড়া করবেন না।

বাংলার যে কোন জেলাতেই আপনি এই সুবিধা পেয়ে যাবেন। তবে যদি কোন পর্যটক এখানে থাকতে চান তাহলে তাকে প্রতি রাতের ভিত্তিতে বুকিং করতে হবে। কিন্তু আপনারা এই হোস্টেলগুলিতে (Youth Hostel Digha) শুধুমাত্র পেয়ে যাবেন থাকারই সুবিধা, কারণ যুব আবাস হবার কারণে এখানে কোন খাবারের ব্যবস্থা নেই। ধরুন আপনি তিন দিনের জন্য এই হোস্টেলে বুক করে থাকতে পারবেন। হস্টেল চেক ইনের সময় হল সকাল ৯ টা আর চেক আউটের সময় সকাল ৮.৩০ টা।

তবে যদি কোন পর্যটক এখানে থাকেন তাকে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, হস্টেলের ভিতর কোনও রকমের মদ্যপান, ধূমপান করা যাবে না। এর পাশপাশি হস্টেলের বারান্দা থেকে ভিডিয়ো করাও নিষিদ্ধ। অন্যান্য যে কোন হোটেল কিংবা আবাসনের তুলনায় এখানে (Youth Hostel Digha) থাকার খরচ কিন্তু অনেকটাই কম। সবথেকে মজার বিষয় হলো এখানে বিভিন্ন ধরনের রুমের ব্যবস্থা রয়েছে, যেমন – ডরমেটরি রুম, এসি রুম, নন-এসি রুম, সিঙ্গেল রুম , ডবল বেডরুম, এসি ট্রিপল বেডরুম-সহ নানা রুম।

আরও পড়ুন 👉 Digha Trains Cancelled: টানা ১০ দিন বন্ধ থাকবে দীঘা যাওয়ার ট্রেন! প্ল্যান থাকলে সব ধুলোয় মিশে যাবে

এবার জেনে নিতে হবে কোন রুমের কিরকম ভাড়া। রুমের বিভিন্নতার কারণে ভাড়ার ক্ষেত্রেও কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ধরুন এসি ডবল বেড রুমের ভাড়া ৮৫০ টাকা। সঙ্গে ইউজার চার্জ হিসেবে দিতে হবে ৫০ টাকা। অর্থাৎ ৯০০ টাকার মধ্যে আপনি ডবল বেডরুম পাবেন। পাশাপাশি এখানে পাওয়া যাবে আটশয্যা বিশিষ্ট রুম, যার দাম হবে ২ হাজার ৬০০ টাকার মধ্যে। তবে, ডরমেটরি রুমের ভাড়া সবচেয়ে কম। আপনি মাত্র ২২৫ টাকাতেই এই রুম পেয়ে যাবেন।

আপনারা যদি এখানে রুম ভাড়া করতে চান তাহলে কিভাবে করবেন আসুন জেনে নিই একনজরে। এখানে কটা রুম খালি আছে, তাদের ভাড়া কত এবং কিভাবে তা বুক করতে হবে তার বিস্তারিত জানতে পারবেন নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে।
https://www.youthhostelbooking.wb.gov.in/pages/TariffChart.aspx-। তবে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতির মাধ্যমেই এখানে (Youth Hostel Digha) রুম বুক করা যাবে। যদি আপনি অফলাইনে বুকিং করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মৌলালির কার্যালয়ে। বিস্তারিত জানতে হলে ফোন করুন এই নম্বরে 91 – 33 – 2248 – 0626 এবং 91 – 33 – 2265 – 3231। এছাড়া দীঘার ইউথ হস্টেলটির ঠিকানা দেওয়া হলো New Digha, Purba Medinipur, Pin-721463।