If you follow these beauty tips, you will look like a 20-year-old girl even if you are over 45: বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে সবার মধ্যেই ফেলে আসা সময়কে ফিরে পাবার ইচ্ছা জাগে। যে বয়েস চলে যায় তা কখনই ফিরে পাওয়া যায় না। কিন্তু আপনি নিজের স্টাইলের দ্বারা নিজের বয়সকে অনায়াসেই কমাতে পারবেন। এমন পোশাক পরুন যাতে আপনার বয়স কোনোভাবেই ধরা না পড়ে। তার জন্য আপনাকে মানতে হবে কিছু নিয়ম(Beauty Tips)। এই প্রতিবেদনে তার বিস্তারিত জানতে পারবেন।
আপনি নিশ্চয়ই এতক্ষণে ভাবছেন এও আবার সম্ভব নাকি? পোশাকের দ্বারা কখনো বয়স কমানো সম্ভব? এই অসাধ্য সাধন করা যাবে একেবারে নিমেষের মধ্যেই তার জন্য আপনাকে মানতে হবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়(Beauty Tips)। পোশাক নির্বাচনের সময় আপনাকে বিশেষ যত্ন নিতে হবে, তাহলে আপনি এক ঝটকায় কমিয়ে ফেলতে পারবেন আপনার বয়স। ধরুন আপনার বয়স ৪০ বছর কিন্তু আপনার পোশাক তা কমিয়ে আনবে ২০ থেকে ২৫ এ।
তবে বয়স কমানোর জন্য কখনোই ভাববেন না চড়া রংয়ের পোশাক পরা উচিত। অনেকের মনে এই ধারণা আছে চড়া রঙের পোশাক পরলে বয়স কম লাগবে কিন্তু এটা একেবারেই সত্যি নয়। নিউট্রাল রং পরলেই আপনার বয়েস ঢাকা সম্ভব। সর্বদাই অফিসের ড্রেসের রং বেছে নেওয়ার সময় আজকের প্রতিবেদনের টিপসগুলি (Beauty Tips) মাথায় রাখুন। একইভাবে ওয়েস্টার্ন ড্রেস কেনার সময়ও বেছে নিতে পারেন এমন ধরনের রং।
আরও পড়ুন ? Skin care tips: ৪০ বছর বয়সেও ২৫ বছরের যৌবনে ভরা ত্বক! মানতে হবে এই ৪ টোটকা
কখনোই পোশাকের সঙ্গে অতিরিক্ত গয়না পরে নিজের স্টাইল খারাপ করার চেষ্টা করবেন না। স্টাইলিশ লুক ক্রিয়েট করার জন্য অতিরিক্ত গয়না পরার কখনোই দরকার পড়ে না। হালকা জুয়েলারি ক্যারি করতে পারলে তা আপনার ব্যক্তিত্বকে আরও বেশি ফুটিয়ে তুলবে। বয়স বাড়লেই যে ঢিলেঢালা পোশাক পরতে হবে এর কোন মানে নেই, আবার টাইট ফিটিংস পোশাক কখনো পরবেন না এতে আপনার অস্বস্তি বেড়ে যাবে। আপনি যে ধরনের পোশাকে পরুন না কেন সঠিক ফিটিংস এর পোশাক পরবেন এতে আপনার বয়স অনেকটাই কম লাগবে (Beauty Tips)।
অনেকেই আছেন সব সময় জিন্স কিংবা টি-শার্টের মত ক্যাজুয়াল ড্রেস পরতে ভালোবাসেন, তারা মাঝে মাঝে রঙিন ড্রেস পরার অভ্যাস করুন এতে আপনার সৌন্দর্য ফুটে উঠবে এবং বয়স অনেক কম লাগবে। তাছাড়া কিছু মানুষ আবার ওয়েস্টার্ন ড্রেস না পরে ভারতীয় পোশাক বেশি পছন্দ করে। তারা যে কোন অনুষ্ঠানে পরতে পারেন সালোয়ার স্যুট। কিন্তু মাঝে মাঝে একটু ব্যতিক্রমী পোশাক পরার চেষ্টা করুন। এতে আপনাকেই অল্প বয়েসী দেখতে লাগবে। তাই এই বিউটি টিপসগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।