JMB এক সদস্যকে গ্রেপ্তার করলো কলকাতা পুলিশের STF

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : জঙ্গি সংগঠন জামাত উল মুজাহিদিন (JMB)-এর এক সদস্যকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ (STF) বিভাগ। ধৃত ওই জঙ্গী সদস্যের নাম শেখ রেজাউল ওরফে কিরণ। হুগলির ডানকুনি এলাকা থেকে জামাত উল মুজাহিদিনের ওই সদস্যকে গ্রেফতার করা হয়। ডানকুনি এলাকায় শেখ রেজাউল আত্মগোপন করেছিল বলে জানিয়েছে পুলিশ।

Advertisements

গোপন সূত্রে বাংলাদেশের জামাত উল মুজাহিদিন জঙ্গী সংগঠনের ওই সদস্য ডানকুনি এলাকায় আত্মগোপন করে থাকার খবর আসে কলকাতা পুলিশের এসটিএফ বিভাগের কাছে। খবর পেয়ে এসটিএফ বিভাগের সদস্যরা ডানকুনি পৌঁছায়। তারপরে তল্লাশি চালিয়ে ওই গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয় শেখ রেজাউল কে। জঙ্গি সদস্য হিসাবে শেখ রেজাউল এর নাম দীর্ঘদিন ধরেই পুলিশের খাতায় ছিল। পুলিশের খাতায় নাম থাকার পাশাপাশি তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। কিন্তু কোনোভাবেই সে হাতে আসছিল না। এরপর আজ তাকে পুলিশ ধরতে সক্ষম হয়।

Advertisements

শেখ রেজাউল জামাত উল মুজাহিদিন জঙ্গী সংগঠনের একজন সক্রিয় সদস্য। সে বীরভূমের বাসিন্দা বলে জানা গিয়েছে। তার কাজ হলো সংগঠনের শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ রাখা এবং নিচুতলার সদস্যদের সঙ্গে সংগঠনের শীর্ষ নেতৃত্বের বৈঠকের বন্দোবস্ত করিয়ে দেওয়া ইত্যাদি। ধৃত এই রেজাউলকে আগামীকাল আদালতে পেশ করা হবে।

Advertisements
Advertisements