Stock Market: বদলে গেল শেয়ার বাজারের লেনদেনের নিয়ম, মিডিল ম্যানের ঝামেলা গোছালো সেবি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Stock market trading rules have changed: বর্তমানে শেয়ার বাজার বা স্টক মার্কেট (Stock Market) কথাটির সাথে আমরা প্রায় সবাই পরিচিত। এই শেয়ার বাজারে কেনা বেচা করা হয় বিভিন্ন বড় বড় কোম্পানি একাধিক শেয়ার। শুধুমাত্র বড় ব্যাবসায়ীরা নয়, এই শেয়ারগুলি কিনতে পারে সাধারণ মানুষেরাও। আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মোটা টাকা রিটার্ন পেতে চাইলে শেয়ার মার্কেট ভালো একটি অপশন হতে পারে। তবে এখানে টাকা রাখা কিছুটা ঝুঁকিপূর্ণও। কারণ এখানে বাজারদর যখন তখন বাড়তে বা কমতে পারে। অতএব আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়ে যায় প্রতিমুহুর্তেই।

Advertisements

শেয়ার বাজার (Stock Market) থেকে কোনো কোম্পানির শেয়ার কিনতে গেলে, বাধ্যতামূলকভাবে তৈরি করতে হয় একটি ডিম্যাট অ্যাকাউন্ট। এখনও পর্যন্ত শেয়ার বাজারে শেয়ার কেনা বেচা করার ক্ষেত্রে ক্রেতা ও বিক্রেতার মাঝে একজন মিডলম্যানকে রাখা হতো। কিন্তু শেয়ার বাজারের এই নিয়মে বিপুল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে আর কোন মিডিলম্যানের প্রয়োজন হবে না শেয়ার কেনাবেচার ক্ষেত্রে। যে কোন ক্রেতা সরাসরি বিক্রেতার কাছ থেকে শেয়ার কিনে নিতে পারবেন।

Advertisements

সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার তরফ থেকে শেয়ার বাজারের (Stock Market) কিছু নিয়মাবলীতে পরিবর্তন করা হয়েছে। ক্রেতাদের আর্থিক সুরক্ষা আরো মজবুত করতে এই উদ্যোগ নিয়েছে সেবি। এমনটাই জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। কোন মিডিল ম্যানের সাহায্য ছাড়াই সরাসরি ক্রেতা ও বিক্রেতার মধ্যে স্টক এক্সচেঞ্জ করা হলে, আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। শেয়ার বাজারের ভিত আরও বেশি শক্তিশালী হবে বলে মনে করছে সংস্থা। আগামী ১৪ অক্টোবর ২০২৪ থেকে সেবির পক্ষ থেকে আনা নতুন এই নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। শুধুমাত্র স্টক এক্সচেঞ্জ নয়, বিভিন্ন ডিপোজিট অ্যাকাউন্ট এবং ক্লিয়ারিং কর্পোরেশনের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

Advertisements

আরও পড়ুন ? Railway Stock: রেলের ৫ শেয়ার, যেগুলিতে বিনিয়োগ করে মালামাল হচ্ছেন বিনিয়োগকারীরা

শেয়ার বাজার (Stock Market) নিয়ন্ত্রক সেবি শেয়ার কেনাবেচার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। বহুদিন ধরে শেয়ার বাজার থেকে আর্থিক বিনিময়ে কেনা শেয়ার গুলি সরাসরি ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়ার নিয়ম চালু রয়েছে। কিন্তু এই নিয়ম বাধ্যতামূলক ছিল না। এতদিন বেশিরভাগ ক্ষেত্রেই ব্রোকারের মাধ্যমে এই কেনাবেচা করা হতো। কিন্তু এখন থেকে আর তা করা যাবে না এতদিন পর্যন্ত কোন শেয়ার কেনা বেচা করা হলে প্রথমে তা ব্রোকারের অ্যাকাউন্টে ঢুকতো, তারপর সেখান থেকে ক্রেতার অ্যাকাউন্টে ট্রান্সফার হতো শেয়ারটি। কিন্তু এখন থেকে আর এত ঘুরিয়ে ফিরিয়ে কাজ করা যাবে না। কোন শেয়ার কেনা হলে সরাসরি ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ারটিকে ট্রান্সফার করে দিতে বাধ্য থাকবে সংস্থা ।

ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টে সরাসরি শেয়ার পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০০১ সালে। কিন্তু বাকি নিয়মগুলির কোন পরিবর্তন করা হয়নি এতদিন।। বর্তমানে সমস্ত নিয়ম পরিবর্তন করল সেবি। এতদিন পর্যন্ত বিক্রেতার কাছ থেকে বিক্রিত শেয়ারটি ক্লিয়ারিং কর্পোরেশনের মাধ্যমে ব্রোকারের পুল অ্যাকাউন্টে ট্রান্সফার হতো। তারপর ব্রোকার শেয়ারটি ট্রান্সফার করে দেবে ক্রেতার ডিম্যাট অ্যাকাউন্টে। ২০২৪ এর ১৪ অক্টোবর থেকে এই নিয়োমটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেবার নির্দেশ দিয়েছে সেবি। এখন থেকে শেয়ার বাজার (Stock Market) থেকে কেনা শেয়ারগুলি সরাসরি ক্রেতাটির ডিম্যাট অ্যাকাউন্টে যুক্ত হবে। কিন্তু কোন ক্ষেত্রে যদি কোন ক্রেতা শেয়ার কিনে তার অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে না পারে, তাহলে সেই শেয়ারটি বেঁচে বিক্রেতাকে তার অর্থ পরিশোধ করার দায়িত্ব পড়বে ব্রোকারের উপরেই।

Advertisements