লাল্টু : মদের দোকানে ঢুকে লাঠি ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে নগদ ৯০ থেকে ৯৫ হাজার টাকা সহ এক পেটি মদ ছিনিয়ে নিলো দুষ্কৃতীরা। সিসিটিভি ক্যামেরায় সেই ঘটনা বন্দী হলেও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দুবরাজপুর থানার অন্তর্গত রানীগঞ্জ মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কের উপর আলম বাবা মোড়ের কাছে। সেখানে থাকা হেতমপুর পচাই, দেশী ও বিদেশী মদের দোকানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার সময় দোকানে ছিলেন দোকানের মালিক এবং একজন কর্মচারী।
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুটি মোটরসাইকেলে করে ৫ জন দুষ্কৃতী আসেন। তারপর তারা মদের দোকানের কাউন্টারের সামনে থাকা গ্রিল খুলে দোকানের ভিতর ঢুকে পড়ে। প্রথমে কাউন্টারে থাকা নগদ এবং পরে দোকানের ভিতর থাকা নগদ ছিনিয়ে নেয়। মোট নগদের পরিমাণ ৯০ থেকে ৯৫ হাজার টাকা হবে বলে দাবি করেছেন দোকানের মালিক রঞ্জিত সিংহ। এরপর দুষ্কৃতীরা যাওয়ার আগে এক পেটি মদ সঙ্গে নিয়ে যান।
ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে দুবরাজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই মদের দোকানের মালিক রঞ্জিত সিংহ। অভিযোগ পেয়ে দুবরাজপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ পুলিশের হাতে আসেনি।