অমরনাথ দত্ত : শান্তিনিকেতন থানার অন্তর্গত সুরুল গ্রামের স্কুল পাড়ায় এক গৃহস্থের বাড়িতে কারোর না থাকার সুযোগকে কাজে লাগিয়ে চুরির ঘটনা ঘটলো। চুরি হয়েছে বিপুল পরিমাণ অর্থ এবং সোনার গয়না। পুজোর আগেই ফাঁকা বাড়িতে এভাবে চুরির ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বোলপুর শান্তিনিকেতন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
চুরি হওয়া ওই গৃহস্থ পেশায় একজন শিক্ষক। ভেড়ামারি স্কুলের শিক্ষক আইনুল ইসলাম সপরিবারে বাড়ির বাইরে গিয়েছিলেন শনিবার। তারপর রবিবার ফিরে আসার পর দেখতে পান বাড়ির সদর দরজার তালা ভাঙা। খবর দেওয়া হয় শান্তিনিকেতন থানার পুলিশে। পরিবারের সদস্যদের দাবি, নগদ ৫০০০০ টাকা ও ১০ ভরি সোনার গয়না খোয়া গিয়েছে। তার সাথে আরও বেশ কিছু জিনিসপত্র চুরি গিয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশের তরফ থেকে এই চুরির ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
শিক্ষক আইনুল ইসলাম জানিয়েছেন, “শ্বশুরমশাই অসুস্থ থাকায় গত শনিবার আমরা তাকে দেখতে সিউড়ি যায়। এরপর রবিবার বিকালে ফিরে দেখি বাড়ির মূল দরজার তালা ভাঙ্গা। বাড়িতে ঢুকে দেখি বাড়ির ভিতরের আলমারির লকার ভেঙে আনুমানিক ১০-১২ ভরি সোনার গয়না এবং ৫০-৫৫ হাজার টাকা খোয়া গেছে।”