Weather Update: তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা! মৎস্যজীবীদের টানা দু’দিন সমুদ্রে যেতে বারণ করল হাওয়া অফিস

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে এমন তাপপ্রবাহের পিছনে মূল কারণ হলো বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকতে না পারা। টানা কয়েকদিন ধরে জলীয়বাষ্প ঢুকতে না পারার কারণেই পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছিল। তবে এবার ভোল বদলাতে চলেছে। অন্ততপক্ষে হাওয়া অফিসের (Weather Office) তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত (Weather Update) যে পূর্বাভাস দেওয়া হয়েছে তা থেকে এমনটাই জানা যাচ্ছে।

Advertisements

গত কয়েকদিন ধরে যে তাপপ্রবাহ চলছিল সেই তাপপ্রবাহের অবসান ঘটতে চলেছে শনিবার থেকেই। তবে শনিবার থেকে সব জেলায় তারপর প্রবাহের অবসান ঘটবে এমন নয়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের অবসান ঘটবে সোমবার বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Advertisements

বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত পরিমাণে জলীয়বাষ্প রাজ্যের পরিমণ্ডলের প্রবেশ করার কারণে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। শনিবার থেকে রেহাই পাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা।

Advertisements

আরও পড়ুন ? ILS System: অবশেষে চালু হলে ILS প্রযুক্তি! এবার আরও সহজ হবে আন্দামান ভ্রমণ

সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় স্বস্তি নেমে আসবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে। ঐদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস থাকার পাশাপাশি তুমুল ঝড়ের সম্ভাবনাও রয়েছে। হাওয়া অফিসের যা পূর্বাভাস তাতে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আর এর ফলেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলার তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই এমন ঝড়-বৃষ্টির মতো পরিবেশ বজায় থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

অন্যদিকে সোমবার এবং মঙ্গলবার সমুদ্রের আবহাওয়া প্রতিকূল থাকবে বলেই হাওয়া অফিসের তরফ থেকে জানা যাচ্ছে। ওই দুদিন সমুদ্র উত্তাল থাকবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আর এরই পরিপ্রেক্ষিতে পূর্ব মেদিনীপুর ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Advertisements