This Indian cricketer tied the knot with his sister: ক্রিকেটাদের বিবাহ (Cricketer marriage) সবসময়ই একটা চর্চার বিষয়। ভারতীয় ক্রিকেটাররা তাদের জীবনসঙ্গিনী হিসাবে বেছে নিয়েছেন হয় কোনো সুন্দরী মডেলকে আর না হয় বলিউডের কোনো সুন্দরী নায়িকাকে। কেউ কেউ আবার সিনেমা জগৎ এর বাইরের কারোর সাথে গাঁটছড়া বেঁধেছেন। তবে নিজের বোনকে বিয়ে করার ঘটনা খুবই বিরল। শোনা যায় ভারতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় এমনই এক কাজ করেন যা নিয়ে গোটা দেশে সাড়া পড়ে গিয়েছিল। নাম জানলে আপনিও বিস্মিত হবেন বৈকি।
ভারতীয় ক্রিকেট দলের একজন প্রাক্তন খেলোয়াড় হলেন বীরেন্দ্র শেহওয়াগ। এখন তিনি ক্রিকেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হলেও ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে আজও ওনার জনপ্রিয়তা কম নয়। শোনা যায় তিনিই নাকি নিজের তুতো বোনের সাথে সংসার পেতেছেন। যখন পাকিস্তানের এক ক্রিকেটার শাহিদ আফ্রিদি নিজের বোনকে বিয়ে (Cricketer marriage) করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তেমনি ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ এবং তার সহধর্মিণী আরতি আহলাওয়াত-কে নিয়ে গুজব শোনা যায়।
জল্পনা হতে থাকে যে, বীরেন্দ্র আর আরতি নাকি ভাই-বোন। তারা নাকি একই পরিবারের অন্তর্গত। কিন্তু তারা যেহেতু দূর সম্পর্কের ভাই-বোন তাই নাকি তাদের বিয়েতে কোনো বাধা আসেনি। তবে একটা নিছকই একটা ভ্রান্ত ধারণা। বীরেন্দ্র তার নিজের তুতো বোনের সাথে সংসার পাতেননি। কতিপয় বড়ো সংবাদ মাধ্যমের ভুল খবর পরিবেশনের মাশুল গুনতে হয়েছিল এই তারকা দম্পতিকে।
বীরেন্দ্রর সাথে আরতি প্রথম সাক্ষাৎ হয়েছিল খুব ছোটবেলায় একটা আত্মীয়ের বাড়িতে। তখন বীরেন্দ্র ছিল সাত বছরের আর আরতির বয়স ছিল পাঁচ। তাই তারা খুব ছোট থেকেই দুজনকে চিনতেন। দুই পরিবারের মধ্যে পরিচিতি ছিল অনেক বছর ধরেই আর সেখান থেকেই গড়ে ওঠে আত্মীয়তা। যদিও তাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক ছিল না। তাই বীরেন্দ্র আর আরতির যখন বিয়ে হয় তখন গুজব রটে যে তারা নাকি ভাই-বোন।
বীরেন্দ্র শেহওয়াগ হলেন ভারতীয় ক্রিকেট জগতের একজন তারকা যিনি প্রায় ১৬ হাজারেরও বেশি রান করার রেকর্ড তৈরি করেছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে। এখন তিনি অবসরপ্রাপ্ত। এই তারকা দম্পতির দুটি পুত্রসন্তান আছে যাদের নাম হলো আর্যবীর এবং বেদান্ত। বর্তমানে স্ত্রী সন্তানদের নিয়ে খুব সুখেই সংসার করছেন এই তারকা খেলোয়াড়। এটা ঠিক যে বীরেন্দ্র খেলার মাঠ থেকে অবসর নিয়েছেন কিন্তু ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। বর্তমানে তিনি ক্রিকেটের ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। তার বিবাহ (Cricketer marriage) নিয়ে যে জল্পনা সৃষ্টি হয়েছিল এরকম ঘটনা প্রায়শই চলছে থাকে। তবে বলাবাহুল্য তার সাংসারিক জীবনে এর কোনো প্রভাব পড়েনি। বীরেন্দ্র বিশেষ কানও দেননি এসব মিঠে গুজবে। আসল সত্যটা পরবর্তীকালে সবাই জানতে পারে।