Strange facts about Cycle: ‘দুদিক চাকা মধ্যে ফাঁকা’, কেন লেডিস সাইকেলে সামনে রড থাকে না!

Prosun Kanti Das

Published on:

Strange facts about Cycle many people do not know: স্বল্প দূরত্বে যাতায়াত করার জন্য সাইকেলের থেকে ভালো মাধ্যম আর হতে পারে না। শুধু ছোটবেলাতেই নয় বড় হয়েও বহু মানুষ সাইকেলকে তাদের নিত্যদিনের প্রয়োজনীয় যানবাহন হিসাবে ব্যবহার করে থাকে। এতে না লাগে কোন জ্বালানি, তাই বিনা খরচ এই যে কোন জায়গায় সহজেই পৌঁছানো যায়। কিন্তু এই সাধারণ যানবাহন সম্পর্কেও বহু অজানা তথ্য (Strange facts about Cycle) আমাদের জানা নেই। আজকের প্রতিবেদনে জেনে নেব যাবতীয় খুঁটিনাটি।

জীবনের প্রত্যেকটি পর্যায়ে কেউ-না কেউ সাইকেল চালিয়ে থাকবেন। স্বাস্থ্যের জন্য সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সাইকেল চালালে শরীর ভালো থাকে। এছাড়াও এতে কোনরকম জ্বালানির ব্যবহার হয় না বলে পরিবেশ দূষণও করে না। এরমধ্যে প্রচুর গুণাবলী রয়েছে। কিন্তু আজকে আমরা জেনে নেব সম্পূর্ণ অন্য একটি বিষয় নিয়ে যা হয়তো অনেকেরই অজানা (Strange facts about Cycle)।

আপনারা কি কেউ জানেন লেডিস এবং জেন্টস সাইকেলের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত দিক থেকে পার্থক্য থাকে। যেমন রঙের দিক থেকে পার্থক্য তেমন গঠনগত দিক থেকেও পার্থক্য থাকে। একটি লেডিস সাইকেল এবং জেন্টস সাইকেলের ডিজাইন পর্যন্ত সম্পূর্ণ আলাদা হয়। কিছু কিছু পার্থক্য আশা করি আমরা সবাই লক্ষ্য করে থাকি তার মধ্যেই একটি নিয়ে আজকে বিশেষভাবে আলোচনা করা হবে (Strange facts about Cycle)।

এই পার্থক্যের পেছনে আসল কারণটা কি আপনি কি আদৌ যা জানেন? না জানলে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং বিস্তারিতভাবে জেনে নিন। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন লেডিস সাইকেলের সামনে কোনরকম লোহার রড থাকে না যেটা একটি জেন্টস সাইকেলে লক্ষ্য করা যায়। পুরুষ সাইকেলে বসার সিট (Strange facts about Cycle) থেকে মজবুত করার জন্যই এরকম ব্যবস্থা।

আবার লেডিস সাইকেলে এই লোহার রড নিচের দিকে থাকে। মহিলাদের পোশাকের সুবিধার জন্যই এইরকম ব্যবস্থা করা হয়ে থাকে। যদি লেডিস সাইকেলের সামনে লোহার রড থাকতো তাহলে মহিলাদের পোশাক উঠে যাওয়ার সম্ভাবনা দেখা দিত। যা সত্যিই একজন মহিলার পক্ষে অস্বস্তিকর। মহিলাদের স্বাচ্ছন্দের কথা মাথায় রেখে এই অভিনব ব্যবস্থা করা হয়ে থাকে। নামিদামি সাইকেল কোম্পানিগুলো মহিলাদের সুবিধার্থে সামনের লোহা রডটি সরিয়ে দেয়। যাতে তারা নিশ্চিন্তে সাইকেল চালাতে পারে। বিষয়টি সম্পর্কে এতদিন পর্যন্ত হয়তো অনেকেরই স্বচ্ছ ধারণা ছিল না।