Strict rules of RBI are making it difficult to get new loan: ‘লোন’ মাত্র দুই অক্ষরের শব্দ হলো এই শব্দটির সঙ্গে সকলেই পরিচিত। এমনকি আমাদের সমাজে বেশকিছু মানুষ পাওয়া যায় যাদের লোন নেওয়াটা প্রয়োজনের থেকেও অভ্যাসে পরিণত হয়। আগে লোন পাওয়া একটু কষ্টকর হলেও বর্তমানে ব্যাংক ছাড়াও বিভিন্ন সংস্থা বা গোষ্ঠীর মাধ্যমে খুব সহজেই লোন পাওয়া যায়। তবে তা খুব বেশি অংকের হয় না। বিভিন্ন সরকারি বা বেসরকারি ব্যাংক অথবা NBFC থেকেই বড় অঙ্কের লোন (New Loan Rules) পাওয়া সম্ভব হয়।
এক্ষেত্রে কোন মানুষ তার দরকারে পার্সোনাল লোন নেওয়ার পাশাপাশি কোন সংস্থার তাদের উন্নয়নের জন্য ব্যাংক থেকে লোন নিতে পারে। লোন অনেক রকম হয়ে থাকে – পার্সোনাল লোন, হোম লোন, কার লোন ইত্যাদি। তবে এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এই লোন নেওয়ার ক্ষেত্রে ঘোষণা করলেন এক নতুন নিয়ম (New Loan Rules)। এই নিয়মে কি কি বলা হয়েছে তা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
কোনো ব্রিজ বা রাস্তা নির্মাণ বা কোন টেলিকম সংস্থা ব্যাংক থেকে মোটা অংকের লোন নিয়ে কাজ করে। ব্যাংকও খুব বেশি কড়াকড়ি না করে তাদেরকে ভালো পরিমাণ লোন দিয়ে থাকে। এর ফলে যখন লোন আদায়ের সময় হয়ে আসে তখনই প্রধান সমস্যার মুখোমুখি হতে হয়। কোন সংস্থায় লোন নিলে যে প্রকল্পের জন্য লোন নিয়ে থাকে সেই প্রকল্পটির কাজ শেষ হওয়ার পরে লোনের সুদ আসল দেওয়া শুরু হয়। কিন্তু যদি কোনরকম ভাবে প্রকল্পটি চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই লোনের সুদ বা আসল দেওয়া নিয়ে যথেষ্ট ঝামেলায় পড়তে হয় উভয় পক্ষেরই।
আরও পড়ুন ? INR vs PKR: ভারতের ১০০০ টাকা পাকিস্তানে কত? জানলে নিজেকে মনে মনে রাজা ভাববেন
এরকম প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে গেলে কোন সংস্থা যদি বিপদে পড়ে সেক্ষেত্রে ব্যাংকের কাছে প্রদত্ত লোনের ০.৪ শতাংশ জমা থাকে। রিজার্ভ ব্যাংকের মতে প্রত্যেকটি ব্যাংকের লোন বাবদ ৫% জমা রাখা দরকার। তার কারণ প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে গেলে লোনের (New Loan Rules) টাকা পরিশোধ করতে লোনদাতাদের সমস্যায় পড়তে হয়। এদের সাথে সাথে ব্যাংকগুলোকেও বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হতে হয়। তাই প্রথম ক্ষেত্রেই ৫ শতাংশ জমা রাখার আবশ্যক।
এরপর ব্যাংক কর্মীদের একটু খতিয়ে দেখতে হবে প্রকল্পটি চলছে কিনা। যদি প্রকল্পটির নির্মাণ কাজ চলতে থাকে তবে টাকার পরিমান কমিয়ে ২.৫ শতাংশ করে দেওয়া হবে। এইভাবে নির্মাণ কাজ যত এগোবে ততই জমা অংকের পরিমাণ কমতে থাকবে। তবে এই নতুন নিয়মে ব্যাংক বা ছোট ছোট অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলি বেশ সমস্যার পড়তে পারে। একদিকে রিজার্ভ ব্যাংক কম সুদে লোন দেওয়া নির্দেশ দিয়েছে অপরদিকে ৫ শতাংশ জমা রাখতে বলেছে তাতে ভবিষ্যতে অসুবিধাই হবে।