নিজস্ব প্রতিবেদন : ভোটের সময় রাজ্যের শাসকদল তৃণমূল তাদের ইস্তাহারে যেসকল প্রতিশ্রুতি দিয়েছিল তাদের মধ্যে অন্যতম ছিল ১০ লক্ষ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সম্মতি দিয়েছে এবং এই প্রকল্প চালু হচ্ছে আগামী ৩০ জুন। এই প্রকল্পে পড়ুয়ারা উচ্চশিক্ষার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন খুব স্বল্প সুদের বিনিময়ে। কিভাবে পাওয়া যাবে এই ক্রেডিট কার্ডের টাকা তা দেখে নেওয়া যাক।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেওয়ার আগে জেনে নেওয়া যাক এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়ারা কি কি সুবিধা পাবেন। আবেদনের ভিত্তিতে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। সেই লোন শোধ করার জন্য সময় পাওয়া যাবে ১৫ বছর। টাকা শোধ করার ক্ষেত্রে সুদ দিতে হবে মাত্র ৪%। কোন পড়ুয়া অথবা তার অভিভাবক পড়া চলাকালীন যদি এই লোন শোধ করে থাকেন সেক্ষেত্রে তিনি আরও ১ শতাংশ ছাড় পাবেন। অর্থাৎ সেক্ষেত্রে তাকে সুদ দিতে হবে মাত্র ৩%।
দশম শ্রেণির পর থেকেই এই লোনের জন্য আবেদন করা যাবে। লোনের আবেদন করার সময় কোনরকম সিকিউরিটি দিতে হবে না পড়ুয়া অথবা তার অভিভাবককে। এই লোনের জন্য সম্পূর্ণ দায়ভার বহন করবে রাজ্য সরকার।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন নেওয়ার জন্য পড়ুয়া অথবা তার অভিভাবককে প্রথমে আবেদন করতে হবে স্কুলের প্রধান শিক্ষককে অথবা ইনস্টিটিউটের নোডাল অফিসারকে। তারপর সেই আবেদন যাচাই করার পর যাবে উচ্চ শিক্ষা দপ্তরে। সেখান থেকে পরীক্ষা করে নেওয়ার পর তা পৌঁছে যাবে ব্যাঙ্কে। পরবর্তীতে ব্যাঙ্ক থেকে তা অ্যাপ্রুভ হয়ে পড়ুয়াকে তার পড়াশোনার জন্য অর্থ প্রদান করা হবে। এই প্রক্রিয়াটি অনলাইনে হবে বলেই জানা যাচ্ছে।