Bangla Medium Board: প্রতিটি পিতামাতাই তাদের সন্তানের জন্য সর্বোত্তম শিক্ষা প্রদানের ক্ষেত্রে এই একাডেমিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যায় যে কোন মিডিয়ামে সন্তানকে পড়ালে তারা ভবিষ্যতে সুপ্রতিষ্ঠিত হতে পারবে। ভারতের বর্তমান শিক্ষা ব্যবস্থা প্রধানত প্রাথমিক, মাধ্যমিক এবং সিনিয়র মাধ্যমিক স্তরে শ্রেণীবদ্ধ। অধিকন্তু, CBSE এবং ICSE হল ভারতের দুটি সর্বাধিক স্বীকৃত শিক্ষা বোর্ড। যদিও এই দুটি বোর্ডেরই তাদের স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য রয়েছে। তবে দীর্ঘদিন ধরে প্রতিযোগিতার গুতো বাংলা মিডিয়ামের বোর্ডের (Bangla Medium Board) প্রতি নজর কমছে সমাজে একাংশের।
একটা সময় ছিল যখন সমাজের উচ্চ শ্রেণীর মানুষজন তাদের মর্যাদা বজায় রাখার জন্য ছেলেমেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করাতে আগ্রহী হতেন। কিন্তু বর্তমানে বাংলা মাধ্যম স্কুলগুলির প্রতি ১০ জনের মধ্যে ৬ জনেরই একপ্রকার ভ্রান্ত ধারণা জন্মেছে যে বাংলা মাধ্যমে পড়াশুনার মান কম। যার ফলে কষ্ট করে হলেও তারা তাদের সন্তানকে সিবিএসই অথবা আইসিএসসি বোর্ডের স্কুলে ভর্তি করাচ্ছে। এর ফলে দিনে দিনে বাংলা মাধ্যম স্কুলগুলির চাহিদা কমছে এবং বহু বাংলা মাধ্যম স্কুলে ইতিমধ্যে তালাও পড়ে গেছে।
তবে ২০২৪ এর একটি পরিসংখ্যান অবাক করে দিল সকলকে। সাধারণত সিবিএসই বা আইসিএসসি বোর্ড এর পরীক্ষার্থীরা দশম শ্রেণীর পাশের পর একই বোর্ডের স্কুলে ভর্তি হয়। খুব বেশি হলে এই দুটি বোর্ডের মধ্যে পরিবর্তন করতে পারে। কখনোই ইংরেজি মাধ্যম বাংলা মাধ্যম বোর্ডে (Bangla Medium Board) আসবে সেরকম আশা করা যায় না। তবে ২০২৪ এর সেরকমটাই ঘটেছে। অন্তত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেরকমই খবর দিয়েছে।
আরো পড়ুন:New Academic Rules: বাংলায় সরকারি স্কুলে উপস্থিতির নিয়মে বাঁধল নতুন সুর, ১০.৪০ পরে ঢুকলেই লেট
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় ৭ লক্ষ ৫০ হাজারের বেশি ছাত্র-ছাত্রী সফলভাবে উত্তীর্ণ হলেও, একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে রেজিস্ট্রেশন হয়েছে ৭ লক্ষ ৬৯ হাজারেরও বেশি। এভাবে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিক স্তরে রেজিস্ট্রেশনের সংখ্যা বেশি হওয়ার কারণ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে এই পরিসংখ্যান সামনে এসেছে। এমনটাই জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সেমেস্টার পদ্ধতি চালু হওয়ার পর কলকাতায় অন্যান্য বোর্ডের পড়ুয়াদের মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পড়াশোনায় আগ্রহ বেড়েছে। এ বছর অনেক পড়ুয়া অন্য বোর্ড ছেড়ে উচ্চ মাধ্যমিক বোর্ডে (Bangla Medium Board) রেজিস্ট্রেশন করেছে। শিক্ষা সংসদের দাবি, এই নতুন পদ্ধতির কারণে অন্যান্য বোর্ডের পড়ুয়াদের আকর্ষণ বাড়ছে এবং তারা উচ্চ মাধ্যমিক স্তরে নিজেদের ভবিষ্যত গড়তে উৎসাহী।