নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। যে টাকা ঋণ নেওয়া হবে তার ওপর ৪ শতাংশ সুদ দিতে হবে। নির্দিষ্ট শর্ত পূরণ করলে সুদের ক্ষেত্রে ১ শতাংশ ছাড় পাওয়া যাবে। এই স্টুডেন্ট কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট https://wbscc.wb.gov.in এ লগইন করতে হবে। সেখানে নির্দিষ্ট বিকল্প বেছে নিয়ে আবেদনকারীরা তাদের আবেদন করতে পারবেন। এছাড়াও কোনরকম সমস্যা হলে আবেদনকারীরা রাজ্য সরকারের টোল ফ্রি নম্বর ১৮০০১০২৮০১৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আবেদন করার সময় আবেদনকারীকে ধাপে ধাপে তার সমস্ত প্রয়োজনীয় নথি জমা করতে হবে। পাশাপাশি আবেদনকারীর একটি মোবাইল নম্বর দিতে হবে। যে মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। প্রমাণপত্র হিসাবে যে সকল নথি দিতে হবে সেগুলি হল ঠিকানার প্রমাণপত্র, আধার নম্বর, দ্বাদশ শ্রেণীর কার্ড শিটের বিবরণ, বাবা-মায়ের কাজের বিবরণ, বাবা মায়ের আধার, প্যান ও ভোটার কার্ডের বিবরণ।
এর পাশাপাশি আবেদনকারীর একটি সাম্প্রতিক কালের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। দিতে হবে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং শেষ ছয় মাসের স্টেটমেন্ট। বিশেষ উল্লেখ্য, আবেদনকারীকে অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের ১০ বছরের বাসিন্দা হতে হবে।
আবেদন করা হলে আপনার দেওয়ার মোবাইল নম্বর অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ম্যাসেজ আসবে। আবেদন করা হলে উচ্চতর কর্তৃপক্ষ সেই আবেদন যাচাই করে নিবেন এবং পরবর্তী মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার স্টুডেন্ট কার্ডের আবেদন গৃহীত হয়েছে না প্রত্যাখ্যান হয়েছে।