নিজস্ব প্রতিবেদন : করোনাকালে যখন স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য ১০০০০ টাকা করে দেওয়ার ঘোষণা (WB Government Scheme) করেছিলেন। তারপর থেকে প্রতিবছর দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে কড়কড়ে ১০ হাজার টাকা করে পেয়ে আসছে। তবে এবার দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ছাড়াও আরও একটি ক্লাস যুক্ত হলো।
দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ছাড়াও এবার মাধ্যমিক পাশ পড়ুয়াদেরও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের মতোই অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাধ্যমিক পাশ পড়ুয়াদের এই টাকা স্মার্টফোন কেনার জন্য দেওয়া হবে বলে দিন কয়েক আগে ঘোষণা করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ঘোষণা অনুযায়ী এবার বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য শিক্ষা দপ্তর।
শিক্ষা দপ্তরের তরফ থেকে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা করে দেওয়া হতো। করোনাকালে এই টাকা দেওয়া শুরু হয়েছিল, এরপর এখন করোনা চলে গিয়ে সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও টাকা দেওয়া বন্ধ করেনি রাজ্য সরকার। বরং এবার মাধ্যমিক পাশ পড়ুয়াদেরও টাকা দেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হল।
আরও পড়ুন ? Aadhar Franchise: আধার কার্ড তৈরি ফ্রাঞ্চাইজি নিতে পারলেই প্রচুর লাভ! কিভাবে করবেন আবেদন
তবে এই টাকা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সেই শর্ত অনুযায়ী কেবলমাত্র মাধ্যমিক পাশ করলেই স্মার্টফোনের জন্য ১০ হাজার টাকা পাওয়া যাবে না। মাধ্যমিক পাশ করার পাশাপাশি ওই পড়ুয়াকে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার পরই তাকে স্মার্টফোনের জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে।
আগে যেহেতু কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারাই এই প্রকল্পের আওতায় টাকা পেতেন, সেক্ষেত্রে একবারই টাকা পাওয়ার সুযোগ থাকতো। কিন্তু এবার যেহেতু এই প্রকল্পের আওতায় একাদশ শ্রেণীকেও যুক্ত করা হলো, তাই এবার পড়ুয়ারা দুবার টাকা পাওয়ার সুযোগ পাবেন। পড়ুয়ারা মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে ভর্তি হলেই ১০০০০ টাকা পাবেন আবার দ্বাদশ শ্রেণীতে উঠে ফের টাকা পাবেন।